প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৭:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২১, ১১:৪৯ অপরাহ্ণ
কলমাকান্দা সরকারি কলেজে সাস্থবিধি মেনেই দীর্ঘ অপেক্ষার পর কলেজে আসছে শিক্ষার্থীরা।
নগর সংবাদ।। আশিকুর রহমান, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি। করোনা পরিস্থিতিতে প্রায় ১৮ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত রোববার থেকে বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। সম্ভাবনা ও শঙ্কার মধ্য দিয়ে গত রোববার থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। তবে, গত শনিবার দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের বলেছেন, ‘করোনা সংক্রমণ কমে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তবে, সংক্রমণ বেড়ে গেলে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্বান্ত নেওয়া হতে পারে।’
এছাড়াও এর আগেই এই ধরনের বার্তা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে সারা দেশের মতোই নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কলমাকান্দা সরকারি কলেজে চলছে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত ক্লাস। কলেজের গেইট থেকে শুরু করে কলেজের ভিবিন্ন স্থানে রয়েছে সতর্কতামুলক ব্যানার,পেস্টুন ইত্যাদি। যেখানে লেখা রয়েছে, নো মাস্ক, নো কলেজ। নো মাস্ক, নো ক্লাস। মাস্ক পরিধান করো, শিক্ষা নাও ইত্যাদি। অন্যদিকে বেশ কয়েকজন ছাত্রছাত্রীদের সাথে কথা বলে জানা যায়,দীর্ঘ দিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুলায় তাদের মধ্যে যেনো আবারো নতুন করে দেহে প্রানের দেখা পেয়েছে। সবাই অধীর আগ্রহে কলেজে আসছে। যেন মরা মাছে প্রান ফিরে এসেছে। একই ভাবে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা বালিকা উচ্চবিদ্যালয়েও চলছে সাস্থবিধি মেনে নিয়মিত ক্লাস।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.