প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৫, ২০২৫, ২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৩, ৩:৩৬ পূর্বাহ্ণ
কলাপাড়ায় আপন নিউজের সম্পাদক সন্ত্রাসী হামলার শিকার- নগর সংবাদের নিন্দা
কলাপাড়ায় আপন নিউজের সম্পাদক সন্ত্রাসী হামলার শিকার- নগর সংবাদের নিন্দা
মোঃ মামুন হোসাইন। পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকম সম্পাদক ও প্রকাশক এস.এম আলমগীর হোসেন (৪০) সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে পৌর শহরের নাচনাপাড়া কালি মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সাংবাদিক আলমগীর হোসেন বাসা থেকে বাজারে আসছিল। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। আহত সাংবাদিক আলমগীর হোসেন জানান,
বঙ্গবন্ধু কলোনীর বাসিন্দা মো.রাজীব রাঢ়ী বিভিন্ন সময় নেশা করে তার পরিবারের সদস্যদের উপর প্রায়ই নির্যাতন চালাত। এর প্রতিবাদ করায় সে আমার উপর চড়াও হয়। এর রেশ ধরে ঘটনার সময় আমার চলন্ত মোটর বাইক থামিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী রাস্তার পাশ থেকে ইট উঠিয়ে এলোপাথাড়ি হামলা করে। এসময় স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে কলাপাড়া উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম জানান, এস.এম আলমগীরের উপর হামলা নিন্দনীয়। তিনি এ ঘটনার বিচার দাবী করেছেন। সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু বলেন, কেউ অন্যায় করলে আইন আদালত আছে, গায়ে হাত দেয়ার অধিকার নাই কারোর। তিনিও এর তীব্র নিন্দা জানিয়েছেন। সাংবাদিক উত্তম কুমার হাওলাদার জানান, এ হামলা অনাকাঙ্ক্ষিত। দোষীদের গ্রেপ্তার করা হোক। এছাড়াও জেলা প্রেসক্লাব পটুয়াখালীর সাংবাদিক বৃন্দ এঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আসামিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে অভিযুক্ত রাজিব এর সাথে যোগাযোগের চেষ্টা কার হলে তাকে পাওয়া যায়নি।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.