নগর সংবাদ।। নগরের বাকলিয়া থেকে সাড়ে ৮ লাখ টাকার ইয়াবাসহ আব্দুল জলিল (৪১) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নগরের বাকলিয়া থানার মেরিনার্স রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক ছানাউল্লাহ মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়ার মেরিনার্স রোডে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দু’হাজার ৮৭৫ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৬২ হাজার ৫০০ টাকা।
তিনি আরও বলেন, উদ্ধার ইয়াবা ওই ব্যক্তি তার লুঙ্গির ভিতর স্কচটেপ দিয়ে মুড়িয়ে রেখেছিল। মামলা দায়েরের পর তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।