প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৬, ১:৪৬ পূর্বাহ্ণ
*কল্পতরু উৎসব উপলক্ষে কাশিপুর উদ্যানবাটিতে ভক্তসমাগম।
*কল্পতরু উৎসব উপলক্ষে কাশিপুর উদ্যানবাটিতে ভক্তসমাগম।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো"""
ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের "কল্পতরু" লীলাভূমি কাশীপুর উদ্যানবাটিতে আজ ১লা জানুয়ারি, নতুন বছরের প্রথম দিনে অনুষ্ঠিত হলো কল্পতরু উৎসব।

১৮৮৬ খ্রিস্টাব্দে এই দিনেই গলার কর্কট রোগে আক্রান্ত ঠাকুর ডাক্তারের বারণ সত্ত্বেও নেমে এসেছিলেন সাধারণ মানুষের কাছে। দুপুর তিনটের সময় ভক্ত বৎসল ঠাকুর গিরিশ, রাম,অতুল প্রভৃতি ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন "

তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হউক!" ভক্তদের প্রতি প্রেম এবং করুণায় আত্মহারা হয়ে ওই কথাগুলি বলা মাত্রই তিনি ভাবাবিষ্ট হয়ে পড়েন।

এই দিন অর্ধবাহ্য দশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে দিব্যশক্তিপূত স্পর্শে কৃতার্থ করেন।

ভক্তরা এখনো মনে করেন এই দিন ঠাকুর পাপী তাপী মানুষকে উদ্ধার করেন।সারা বছরের জন্য আশীর্বাদ চাইতে তাই কাশীপুর উদ্যানবাটির পূণ্যভূমিতে বিভিন্ন জায়গা থেকে আসে অগণিত ভক্ত।সানাই বাদন, ঊষা কীর্তন, বৈদিক মন্ত্র উচ্চারণ, শ্রী শ্রী ঠাকুরের গান ও ভজন অনুষ্ঠানের ও আয়োজন করা হয় মঠের পক্ষ থেকে।

খিচুড়ি এবং বোদে প্রসাদ হাতে তৃপ্ত মনে বাড়ি ফেরেন ভক্তরা।রামকৃষ্ণ মঠ কাশীপুরের উদ্যোগে আগামী ৩ শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ঠাকুরের স্মরণ মনন করা হবে।

উল্লেখ্য আজকের দিনে রামকৃষ্ণ দেবের ভাবধারায় কল্পতরু উপলক্ষে দক্ষিণেশ্বর,আদ্যাপীঠ এবং বেলুড় মঠেও লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো""
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.