প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১০:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২১, ১:৩১ পূর্বাহ্ণ
কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে ধর্ষন মামলা।
নগর সংবাদ।। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ এর বিরুদ্ধে ধর্ষন মামলা করেন।পূর্বে সাইবার ট্রাইবুনাল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে ছিলেন। কাউন্সিলর খোরশেদের দ্বিতীয় স্ত্রী দাবীদার নারী বুধবার -(২৫ আগষ্ট) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলাটি দায়ের করেন-বিষয় নিশ্চিত করেন আদালতের রাষ্টপক্ষের (পিপি) এড.রকিব উদ্দিন আহমেদ জানান,আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পি বি আই) তদন্তের নির্দেশ দেন।মামলার বাদী পক্ষের আইনজীবি এড.জসিম উদ্দিন বলেন বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষনের অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলার একমাএ আসামী মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এর পূর্বে ১৬ই মে একই নারী বাদী হয়ে নাসিক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক সভাপতি খোরশেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন খোরশেদের বিবাহিত স্ত্রী দাবী করে। খোরশেদ ছাড়া ফতুল্লা থানার সস্তাপুর এলাকার ফেরদৌসি আক্তার রেহানা নামে নারী কে। এ মামলার জামিন পেয়েছেন কাউন্সিলর খোরশেদ মামলার বাদী একজন ব্যবসায়ী। তিনি গার্মেন্টস মালিক সংগঠন বিজেএমইর সদস্য। মামলার বাদী দাবী করেন, ২০২০ইং আগষ্ট কাচঁপুরের ফিলিং স্টেশনে কাউন্সিলর খোরশেদ ৫লাখ দেনমোহরে তাকে বিয়ে করেন। এছাড়া অভিযোগ করে বিভিন্ন সময় বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেন খোরশেদ। যেহেতু, খোরশেদ আমাকে স্ত্রী হিসিবে অস্বীকার করেছে সুতরাং তার সাথে আমার শারীরিক সম্পর্কের সকল প্রমান আছে সেহেতু,শারীরিক সম্পর্ক ধর্ষনের সমান তাই আদালতে সুবিচারের দাবীতে মামলা করেছি।
এদিকে সাইরার ট্রাইবুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে কারা মামলার পূর্বে চলতি বছরের ২৪(এপ্রিল) ফেজবুক লাইফে এসে মামলার বাদী সাঈদা আক্তার শিউলির বিরুদ্ধে বিয়ের প্রস্তাব
প্রত্যাখ্যান হুমকি' দেওয়ার অভিযোগ আনেন কাউন্সিলর খোরশেদ পরে ১৬ ই মে খোরশেদ গং এর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করেন।এবার বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষনের অভিযোগে মামলা করেন তিনি,তবে নাসিক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদের দাবী আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন কে ঘিরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.