প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৪, ১০:০৯ অপরাহ্ণ
কানায় কানায় পূর্ন জনসভা,,২০০৮ সালের পরে ১৫ বছর পরে আসলেন -প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কানায় কানায় পূর্ন জনসভা,,২০০৮ সালের পরে ১৫ বছর পরে আসলেন -প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘ প্রায় ১৫ বছর পর নারায়ণগঞ্জ শহরে আসছেন আওয়ামী লীগ দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ জানুয়রি) বিকেল ৩টায় শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সমাবেশে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সমাবেশকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ যায়। আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নেমেছে। সমাবেশস্থলের আশপাশের এলাকায়ও হাজার হাজার নেতাকর্মীর সমাগম লক্ষ্য করা গেছে। সরেজমিনে দেখা যায়, কাণায় কাণায় পূর্ণ সমাবেশস্থল। নানান রঙের ব্যানার ও ফেস্টুনসহ রঙিন পোশাক পরে সভাস্থলে উপস্থিত হন দলীয় নেতাকর্মীরা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জ আসার খবরে আমাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই নগর সংবাদ কে বলেন, দীর্ঘদিন পর নেত্রী নারায়ণগঞ্জ শহরে আসছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। নেত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীরা অনেক বেশি আনন্দিত, অনেক বেশি উচ্ছ্বসিত। সর্বশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওসমানী পৌর স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় নারায়ণগঞ্জ শহরে যান আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনা।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.