সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় রবিউল ইসলাম ফাহিম (১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর নিহত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়াঢালা ইউনিয়নের টেরিরিয়াল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহিম নানার বাড়ি ফেদাই নগর থেকে টেরিয়াইল স্কুলে যাওয়ার পথে ঢাকামুখী লেইনে একটি বেপরোয়া গতিতে আসা মিনি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সড়কের পাশ থেকে সে অনেক দূরে ছিটকে পড়ে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী বলেন, এই ঘটনায় মিনি কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।