ঢাকা প্রতিনিধি।।
তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবারা (৩০ আগস্ট) সন্ধ্যায় কারওয়ান বাজারের নর্দার্ন টাওয়ারে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫২ মিনিটের দিকে খবর আসে একজন যুবক কারওয়ান বাজারে ১৪ তলা ভবনে ঝুলে আছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেখানে ছুটে যান। এরপর প্রায় ৫০ মিনিট চেষ্টা চালিয়ে ৭টা ৪০ মিনিটে যুবককে উদ্ধার করতে সক্ষম হয়।
ওই যুবক ভবনটির ১৪ তলার রড ধরে ঝুলে ছিলেন। ভাগ্যিস পড়ে যাননি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই যুবক ভবনটিতে আত্মহত্যার করতে ওঠেছিল। কিন্তু পরে ভয়ে আর লাফ দিতে পারেনি। এত ভয় পেয়েছিল যে, ভবনটির ১৪ তলার রড ধরে ঝুলে ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা না গেলে অন্য কিছু ঘটে যেতো।
যুবকটি কী কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন এবং তার ঠিকানা জানা যায়নি।