
ছোট ছবির বড়ো উৎসবে, রোটারী সদনে অমিত দাস এর ছবি” কারুবাসনা’ শুভ মুক্তি।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”””
আজ ২৭ শে জানুয়ারি সোমবার, রোটারি সদনে ষষ্ঠ আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে, ২৩ শে জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হলো, ড: অজয় চক্রবর্তী প্রযোজিত, পুষ্প দে ফিল্মস নিবেদিত, অমিত দাস এর ছবি


“কারুবাসনা”

মুক্তি পেলো, মন মাতানো সুন্দর একটি ছবি তুলে ধরলেন ফিল্ম ফেস্টিভ্যালে। এবং ছবিটি দর্শকদের মন জয় করে নিলেন।
ষষ্ঠ আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্মের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এবং ডিরেক্টর শাশ্বতী গুহ চক্রবর্তীর উদ্যোগে

এই আয়োজন রোটারী সদনে। “কারুবাসনা” গল্পটি কুমারটুলির এক মৃৎ শিল্পীর জীবন কাহিনী নিয়েই তৈরি।

ছবিটির গল্প ,চিত্রনাট্য, পরিচালনা করেছেন অমিত দাস, মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নিমাই ঘোষ, চয়ন দে,

ও অভিনেত্রী গার্গী রায় চৌধুরী, এছাড়াও অভিনয়ে রয়েছেন সঞ্জয় বসাক , তাপস রায়। সহ পরিচালনায় মল্লার কুন্ডু ও পাপড়ি রায়, শিল্প নির্দেশনায় সন্দীপন অধিকারী,

রূপসজ্জা য় বিনীতা দেব, পোশাক পরিকল্পনায় গারগি রায় চৌধুরী, ক্যামেরা ও সম্পাদনায় পার্থ বসু হবে আবহাওয়া ও সংগীতে সন্দীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা।

জানা যায় এটি সাইক্লোনজিক্যাল ড্রামা ধারার শর্ট ফিল্ম। কুমারটুলির খ্যাতনামা মৃৎশিল্পী কুঞ্জ বিহারী পাল শেষ বয়সে তার ঐতিহ্যশালী শিল্পধারাটি পরম পরাগত ভাবে সঁপে দিয়ে যেতে চায়।

সুযোগ্য শিক্ষানবিশ উত্তরসূরীর হাতে। মা মোরা মেয়ে চারুমতি ও প্রিয় শিষ্য শিবেন, মাটির প্রতিমা গড়তে গড়তে একসাথে বেড়ে ওঠে, কুঞ্জ বিহারী দুজনকে এক চালায় বাঁধতে চাই।।

কিন্তু কোথায় যেন শিল্পী সত্তার সংঘাত অনিবার্য হয়ে দেখা দেয় এই ছবির গল্পে। শিল্পী চলে তার শিল্পীর টানে, শিল্পের কাছে সে দায়বদ্ধ ।সম্পর্কের টানাপোড়েন আর শিল্পী সত্তার দ্বন্দ্বে ছবির চিত্রনাট্যের বুনন আচ্ছন্ন করে রাখে ছোট পরিসরেই। গল্পটিকে এমন সুন্দর ভাবে সাজিয়েছেন দর্শকদের মনে একটা আলোড়ন সৃষ্টি করেছে।।২৩ শে জানুয়ারি ষষ্ঠ আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এর মঞ্চে এর প্রথম প্রদর্শনী,

একই সঙ্গে বেঙ্গলী প্যানোরামা সেকশনে ছবিটি প্রতিযোগিতা বিভাগে দেখানো হচ্ছে।

বর্ষীয়ান অভিনেতা নিমাই ঘোষের শারীরিক অবস্থা খুব ভালো নয়, তবুও উনি এসেছেন এবং ওনাকে সম্মান জানাতে কর্তৃপক্ষের তরপে আগামী

২৫শে জানুয়ারি দেওয়া হবে জীবন গুহ মেমোরিয়াল স্বীকৃতি। আমরা পুষ্প দে ফিল্মসের পক্ষ থেকে ওনাকে নিয়ে এই ছবিটি তৈরি করবার ।
বিকেল সাড়ে চারটায় সময়, সকলের উপস্থিতিতে রোটারী সদনে এই ছবি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”””
এ বিভাগের আরও খবর...