গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়চালা এলাকায় সড়ক দুর্ঘটনায় গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল (৫০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।গৌরাঙ্গ মানিকগঞ্জ সদর থানার নন্দপুর এলাকার তুষ্টচরণ মণ্ডলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে মোটরসাইকেল চালিয়ে মাওনা এলাকার দিকে যাচ্ছিলেন গৌরাঙ্গ। এক পর্যায়ে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় পৌঁছান তিনি। এ সময় অজ্ঞাতনামা একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপর গাড়িটি নিয়ে চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ জামান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।