প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৭:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২১, ১২:০৮ পূর্বাহ্ণ
কালিরবাজার স্বর্ণপট্টির ভোলানাথ জুয়েলার্সের মালিক প্রবীর ঘোষ হত্যাকান্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবাব বন্দি পিন্টু দেবনাথ।
নগর সংবাদ।।প্রবীর ঘোষ হত্যাকান্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবাব বন্দি দিয়েছে পিন্টু দেবনাথ। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আস্বর্ণ ব্যবসায়ী দালতে প্রবীর চন্দ্র ঘোষ হত্যার মূল আসামি পিন্টু দেবনাথের স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি রেকর্ড করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মফিজুল ইসলাম পিন্টু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পিন্টু দেবনাথ আদালতকে বলেন, অর্থ, বন্ধকি স্বর্ণালঙ্কার ও দোকান আত্মসাতের পরিকল্পনায় বন্ধু প্রবীরকে হত্যা করি। নারীর প্রলোভন দেখিয়ে বন্ধু প্রবীরকে বাসায় ডেকে হত্যার পর লাশ ৭ টুকরা করে সেপটিক ট্যাংকে ফেলে দিই। যে বাড়িতে ব্যবসায়ী প্রবীরকে হত্যা করা হয় পিন্টু ওই বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে থাকত। গত ১৮ জুন রাত থেকে প্রবীর নিখোঁজ ছিল। তার সন্ধান দাবিতে দফায় দফায় আন্দোলন চালিয়ে আসছিল স্বর্ণ ব্যবসায়ী ও কর্মচারীরা। স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষ কালিরবাজার স্বর্ণপট্টির ভোলানাথ জুয়েলার্সের মালিক ভোলানাথ ঘোষের ছেলে। প্রসঙ্গত, নিখোঁজের ২১ দিন পর গত ৯ জুলাই রাত ১১টায় শহরের আমলপাড়া এলাকার রাশেদুল ইসলাম ঠান্ডু মিয়ার চারতলা ভবনের সেপটিক ট্যাংক থেকে প্রবীরের খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে প্রবীর ঘোষের সন্ধান দাবিতে কালিবাজারের স্বর্ণ ব্যবসায়ীদের আন্দোলনের অগ্রভাগে ছিল ঘাতক পিন্টু।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.