প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৬:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৩, ৩:০১ পূর্বাহ্ণ
কালীবাজার জরিনা ম্যানশন মার্কেট পায়েল স্বর্ন শিল্পালয়ে প্রসাদ খায়িয়ে ১৪৫ ভরি স্বর্ন ৫০ টাকা লুট- প্রতারক চক্রের সদস্য গ্রেফতার
কালীবাজার জরিনা ম্যানশন মার্কেট পায়েল স্বর্ন শিল্পালয়ে প্রসাদ খায়িয়ে ১৪৫ ভরি স্বর্ন ৫০ টাকা লুট- প্রতারক চক্রের সদস্য গ্রেফতার
নারায়ণগঞ্জ শহরের কালীবাজার এলাকায় প্রসাদ খাওয়ানোর পর প্রায় দেড় কোটি টাকার সোনা নিয়ে পালিয়ে যাওয়া প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে তাকে ১ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার সকালে শহরের কালীবাজার জরিনা মেনশন মার্কেটের ২য় তলায় পায়েল কোয়েলী স্বর্ণ শিল্পালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রতারক চোর ১৪৫ ভরি সোনা ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।
গ্রেফতারকৃত রণজিৎ চাঁদপুরের হরেন্ড চন্দ্র দেকনাথের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর সকালে দুই ব্যক্তি এসে দুটি সোনা চুড়ি বানাতে দেন। পরে একজন পূজার প্রসাদ দেন খেতে। সরল বিশ্বাসে আমি ও কর্মচারী জয়চন্দ্র সূত্রধর খেয়ে অজ্ঞান হয়ে পড়ি। দুপুরের দিকে জ্ঞান ফিরলে দেখি; ক্যাশ ড্রয়ার ভাঙা। পরে দোকানে থাকা সব স্বর্ণ মিলিয়ে দেখি ১৪৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা নেই। এ ঘটনায় টিটন হালদার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর দীপক জানান, স্বর্ণের দোকানে চুরির ঘটনায় রণজিৎ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি হওয়া ১৪৫ ভরি স্বর্ণালঙ্কার থেকে ১২৯ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণ ও টাকা উদ্ধারের জন্য জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাই তাকে একদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.