প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৪:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৩, ৯:০৪ পূর্বাহ্ণ
কাশিমপুরে কারারক্ষীর মোজার ভিতর থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার
কাশিমপুরে কারারক্ষীর মোজার ভিতর থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার
মাহবুব আলম: কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার-২ -এর একজন কারারক্ষীর ডিউটির পোষাক পরা অবস্থায় তার পায়ের জুতার ভিতরে মোজা তল্লাসি কালে ২০০ পিস ইয়াবা বড়ি মিলেছে। ডিউটিরত ওই কারারক্ষীর নাম মতিউর রহমান। এসময় তার পায়ের মোজার ভেতর থেকে একটি ব্লুটুথ ডিভাইসও উদ্ধার করা হয় বলে জানা যায়।
গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে বলে সুত্রটি জানায়। ওদিকে জেল কর্তৃপক্ষ জানান, ইয়াবা উদ্ধার করার পর তাকে আটক কারা হয়েছে। জানা গেছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ -এ কর্মরত মতিউর রহমান নামক এই কারারক্ষীর দেশের বাড়ি সাভারের ধামরাইতে। পরবর্তীতে কারাগার সূত্র থেকে জানতে পারা যায়, ওই সময় কাশিমপুর কারাগারে ডিউটিরত অবস্থায় ছিলেন কারারক্ষী মতিউর রহমান। বিশেষ তথ্যের উপর ভিত্তি করে তার বডি সার্চ করার সময় পায়ের মোজার ভেতরে ২০০ পিস ইয়াবা ও একটি ব্লুটুথ ডিভাইস মিলেছে। এবিষয়ে জানতে চাইলে কাশিমপুর কারাগার-২ -এর জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইয়াবা উদ্ধারের ঘটনায় ওই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।’
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.