বুধবার ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪৭
শিরোনামঃ
ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাব করতে সরকার কাজ করছে – অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।  ২৫ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় আয়োজিত হলো চিকিৎসা পূর্ণবাসন ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করল মেডিকেল রিহ্যাবিলিটেশন সেন্টার এমআরসি। নতুন দিগন্তর জীবন সুরক্ষা নার্সিংহোম এবং শুভ উদ্বোধন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে সারাদেশ চলবে স্পেশাল ট্রেন। সোনারগাঁওয়ে টিনশেড মার্কেটের দোকান ও গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যমুনা সেতু আরিচা পর্যন্ত টেকসই চায়না বাধ নির্মাণ করা হলে গড়ে উঠবে সম্ভাবনাময় অর্থনৈতিক  অঞ্চল। শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ সহ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার ‘লেনদেন’ ফ্যাসিস্ট তাড়িয়ে ফ্যাস্টি বসানো ২৪শের আকাঙক্ষা নয়-নারায়ণগঞ্জে সংস্কৃতি সংগঠন।। ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটে ট্রাকের ধাক্কায় নদীতে ৫ যান, তিন জনের মরদেহ উদ্ধার। সোনারগাঁওয়ে মিথ্যা ও হয়রানি মূলক ধর্ষণ চেষ্টা মামলার প্রতিবাদে গ্রাম পঞ্চায়েতের সংবাদ সম্মেলন

কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ ।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৩০, ২০২৫, ৪:০৯ পূর্বাহ্ণ
  • ৪০ ০৯ বার দেখা হয়েছে

 

 

কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ ।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”

২৯ শে নভেম্বর শনিবার, দুপুর ৩টায়, বাঁশআড়া, কাশিমপুরের সংযোগস্থলে, শাহ সূফী মোঃ নকছের আলী ভান্ডারীর উদ্যোগে ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ এর শুভ সূচনা হলো।

এই উৎসব চলবে তিন দিন যাবৎ ,২৯ শে নভেম্বর ৩০ শে নভেম্বর ও ১লা ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিনই থাকছে বিভিন্ন গুণীজনদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা।

প্রধান আলোচক ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কে এম আলম টমে – সাধারণ সম্পাদক কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমি।

ডাক্তার মোঃ আবুল হাশিম – বিশেষজ্ঞ সার্জন প্রাক্তন বিভাগীয় প্রধান ও সহ অধ্যাপক ফরিদপুর ও বগুড়া মেডিকেল কলেজ।

খন্দকার লিপু আমির- সভাপতি কুমারখালী প্রেসক্লাব ।মোঃ সোহাগ মাহমুদ – সাধারণ সম্পাদক কুমারখালী প্রেসক্লাব,

প্রধান অতিথি এস এম মিকাইল ইসলাম-উপজেলা নির্বাহী অধিকার, সভাপতি কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমী,

সৈয়দা রাশিদা বারী- কবি, সাহিত্যিক ,সিনিয়র সাংবাদিক , সম্পাদক ,সংগঠক, প্রধান উপদেষ্টা, বাঁশআরা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফ

শম্পা দাস- বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক, সংগঠক, এডিটর, ভারত

সম্পা দাস -সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো

সৈয়দা তানিয়া সিমি- কবি, লেখক, আইনজীবী , (রাজবাড়ী)

শুভ্রা বিশ্বাস- কবি ও সাংবাদিক, ঢাকা

বকুল চৌধুরী- প্রতিষ্ঠাতা সভাপতি , কুমারখালী প্রেস ক্লাব

মিজানুর রহমান লাকি- সিনিয়র সাংবাদিক ও সংগঠক, কুষ্টিয়া

এছাড়াও উপস্থিত ছিলেন শিশির অধিকারী এবং ফারুক হোসেন ও সুজন হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ ও ভান্ডারিয়া শরিফের সকল সদস্যবৃন্দ।সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩২ তম ভান্ডারিয়া শরীফের ওরশ উৎসব শুভ সূচনা হলো, এবং প্রত্যেক অতিথিকে ফুলের মালা পরিয়ে এবং একটি করে স্মারক দিয়ে সম্মানিত করেন, তাহার সাথে সাথে মঞ্চে শাহ সূফি মো: নকছের ভান্ডারীর লেখা গান ও কবিতার একটি করে বই উপহার দেন,

 

এরপর একে একে অতিথিরা তাহাদের সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন, নকছের ভান্ডারী যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যাতে আরো এগিয়ে যায়, দিকে দিকে ছড়িয়ে পড়ে, এবং সবার সহযোগিতায় এই উৎসব যেন আরো বড় হয়ে ওঠে, আমরা ওনার পাশে সবসময় আছি আর থাকবো, উনি যেভাবে মানুষের পাশে থাকেন, সাধারণ মানুষের কথা ভাবে, এবং সবাইকে নিয়ে এই ওরশ উৎসবকে একটু একটু করে এগিয়ে নিয়ে চলেছেন আমরা ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই সকল কাশিমপুর এলাকাবাসীকে,

উদ্যোক্তা বাঁশআরা ,কাশিমপুর ভান্ডারিয়া শরীফের সভাপতি, গবেষক, লেখক, গীতিকার, শাহ সূফি মোহাম্মদ নকছের আলী ভান্ডারী , সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে প্রথমে কান্নায় ভেঙে পড়েন, বহূ জ্বালা, যন্ত্রণা ,কষ্টের মধ্য দিয়ে এই দরবারকে একটু একটু করে গড়ে তুলেছেন,

সকলের কাছে গিয়ে হাত পেতেছেন, কখনো তিনি নিজের দিকে তাকিয়ে দেখেননি, তিনি সব সময় চেয়েছেন, সকলকে সঙ্গে নিয়ে এই প্রতিষ্ঠানকে বড় করে তোলার, আর এইরকম একটি গ্রামের মধ্যে ওরশ উৎসব পালন করা

 

, যেখানে সকল ভক্তরা একত্রিত হবে , বাঁশআরা কাশিমপুরের মানুষেরা এই উৎসব উপভোগ করবেন, আজ তাহার স্বপ্ন একটু একটু করে রূপায়িত হয়েছে , সম্মানের সাথে মাথা উঁচু করে তিন দিন ধরেই উৎসব পালন করে চলেছেন,শুধু তাই নয় তাহার একটি গ্রন্থ প্রকাশিত হয়, গানে ও কবিতায়, যাহার নামকরণ করেছেন

 “মুনি ঋষির ভাব”

এমনকি তার গান টিভি চ্যানেল থেকে বেশ কিছু জায়গায় বেজে ওঠে, সকলের কন্ঠে কন্ঠে ধ্বনিত হয়,তবে তিনি নিজের কথা না বলে, এলাকাবাসীর কথা বললেন, সবাই যদি সহযোগিতা না করে, পাশে না থাকে, কখনোই এত বড় অনুষ্ঠান করা সম্ভব হতো  না

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”

 


 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell