প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ণ
কিংবদন্তি শ্রমিক নেতা কমরেড শফিউদ্দিন আহমেদের সমাধিতে জেলা ওয়ার্কার্স পার্টির পুষ্পস্তবক অর্পণ
কিংবদন্তি শ্রমিক নেতা কমরেড শফিউদ্দিন আহমেদের সমাধিতে জেলা ওয়ার্কার্স পার্টির পুষ্পস্তবক অর্পণ
নিজস্ব সংবাদদাতাঃ বুধবার ( ১৫ নভেম্বর ) সকালে নাসিক ৮নং ওয়ার্ডস্থ পাঠানটুলী পৌর কবরস্থানে চিরশায়িত কিংবদন্তি শ্রমিক নেতা কমরেড শফিউদ্দিন আহমেদ এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির নেতৃবৃন্দ। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কিংবদন্তি শ্রমিক নেতা কমরেড শফিউদ্দিন আহমেদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন জেলা ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড হাফিজুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ সম্পাদক কমরেড হিমাংশু সাহা, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড গোলাম মোস্তফা সাচ্ , জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সদস্য সচিব এইচ রবিউল চৌধুরী, কমরেড মাইন উদ্দিন বারী, কমরেড সুনীল দত্ত, কমরেড ওহাহিদুজ্জামান, করেড মাসুম আহমেদ, জাহাঙ্গীর খোকনসহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কমরেড শফিউদ্দিন আহমেদের বড়ছেলে মোহাম্মদ রফিক। পুষ্পস্তবক অর্পণ শেষে কবরস্থানের দ্বায়িত্বে থাকা মাওলানা মোহাম্মদ হারুনর রশীদ নেতৃত্নে দোয়া ও মোনাজাত সম্পন্ন করা হয়।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.