মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ নীলফামারী,কিশোরগঞ্জ থানার একটি আভিযানিক দল এস আই মোঃ নুর ইসলাম এর নেতৃত্বে পুটিমারী ইউনিয়ন এলাকায় ২৪/০৮/২০২৩ তারিখ রাত্রীবেলা অভিযান চালিয়ে তাস ও টাকা দ্বারা জুয়া খেলারত অবস্থায় আসামী (১) মো মোস্তফা (৫২), পিতা- তফছের আলী, সাং- কালিকাপুর দোলাপাড়া, শরিফুল, পিতা মৃত বয়েজ উদ্দিন সাং-মন্থনা ডাঙ্গাপাড়া, (২) মো মফিজুল ইসলাম(৩৮), পিতা- নুর ইসলাম সাং-পুটিমারী মন্থনা, (৩) শরিফুল ইসলাম (৫৫), পিতা মৃত বয়েজ উদ্দিন, (৪) হাবিবুর রহমান(২৮), পিতা মো তৈয়ব আলী সাং-মন্থনা ডাঙ্গাপাড়া, (৫) মো গোলাম রব্বানী(২৩), পিতা মো আছিমুদ্দিন সাং- কালিকাপুর মিস্ত্রিপাড়া, সকলের থানা কিশোরগঞ্জ জেলা- নীলফামারীদেরকে আটক করিয়া জুয়ার সরঞ্জাম হিসেবে জুয়া খেলার আসর হইতে বিভিন্ন নোটের মোট ১৭০০ টাকা, এক সেট তাস ও একটি মাদুর জব্দ করা হয়।এ সংক্রান্ত এস আই/ মোঃ নুর ইসলাম এজাহার দায়ের করলে কিশোরগঞ্জ থানার মামলা নং-২৫ তারিখ ২৫/০৮/২৩ ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৪ রুজু করা হয়।উক্ত মামলায় আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।