নীলফামারীর কিশোরগঞ্জে গর্তের পানিতে ডুবে জুবায়ের (২)নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার দুপুরে সদর ইউনিয়নের ছিট রাজীব দুন্দিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।জোবায়ের ওই গ্রামের রোমান আলীর ছেলে।স্থানীয়রা জানায়,দুপুরে শিশুটি সবার অজান্তে বাড়ির পিছনে যায়।এ সময় গর্তের পানিতে ডুবে যায়।পরে খোঁজাখুঁজির পর সেখানে তার ভাসমান লাশ দেখতে পায়।এ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।