নীলফামারীর কিশোরগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় মোস্তাফিজার রহমান নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বড়ভিটা মধ্যপাড়া গ্রামের বাঁশঝাড় সংলগ্ন একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মোস্তাফিজার ওই এলাকার ইসলাম উদ্দিনের ছেলে এবং পেশায় তিনি গরু ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, প্রতিবেশী মিজানুরের ১ একর ১১ শতক জমি ক্রয় করেন মোস্তাফিজার। এতে মিজানুরের বড় ভাই ওমর ফারুক ক্ষুব্ধ হন। পরে তিনি মোস্তাফিজারের কাছে ১ কোটি ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। প্রভাবশালী ওমর ফারুকের হুমকি-ধামকিতে মোস্তাফিজার বাড়ি থেকে পালিয়ে যান।
এ নিয়ে পরে সালিশ বৈঠক হয়। সেখানে আশ্বস্ত হয়ে পাঁচ দিন পর বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরেন তিনি। পরদিন সকালে ইউক্যালিপটাস গাছ থেকে পুলিশ তার হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুছ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত রিপোর্ট দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।