কুতুবপুর ১১৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয় দিবস উদযাপন ও পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।
প্রেস বিজ্ঞপ্তি:-
নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ১১৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ই ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫ টায় ইস্কুল সেমিনার হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার নিলার সভাপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আহসান উল্লাহ মেম্বার।
অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও লেখক সাংবাদিক হারুন অর রশিদ সাগরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য এডভোকেট শাহ আলম শামীম,শাওন উল্লাহ সোহেল আহমেদ, জামাই সেলিম, স্কুলের সহকারী শিক্ষিকা রোমানা আক্তার টুম্পা , সেলিনা ইসলাম, মাহবুবা আক্তার, মোঃ আহসান সহ এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ছাত্র ছাত্রীদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা সহ পড়াশোনার বিষয়ে বিভিন্ন ভালো পরামর্শ ও ভবিষ্যতে যাতে মা বাবার সাথে ভালো আচরণ করে এবং শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন রেখে সামনের দিকে এগিয়ে যায় সেই পরামর্শ দেন।
অনুষ্ঠানে দাতা সদস্য শাওন উল্লাহ পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মাঝে জ্যামিতি বক্স বিতরণ করা হয়েছে।