প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৫:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ণ
কুমিল্লা’য় কোতোয়ালী মডেল থানা এলাকায় ১০২ কেজি গাঁজা সহ ১জন আসামী গ্রেফতার
কুমিল্লা'য় কোতোয়ালী মডেল থানা এলাকায় ১০২ কেজি গাঁজা সহ ১জন আসামী গ্রেফতার
- মাহবুব আলমঃ
আজ শুক্রবার ২৪/১১/২০২৩খ্রিঃ তারিখ কুমিল্লা কোতয়ালী মডেল থানায় কর্মরত চৌকষ এসআই (নিরস্ত্র) শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ কুুমিল্লা কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন ৫ নং পাঁচথুবী ইউনিয়ন এর চাঁনপুর কাঁঠাল বাগান এলাকায় কামাল এর বাড়ীর সামনে গোমতী আইল সংলগ্ন কলাগাছ এর ঝোপের নিচহতে ৫১ টি পোটলায় সর্বমোট ১০২ (একশত দুই) কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী নুরে আলম (৩৪), পিতা - মোঃ হারুন মিয়া, সাং- চাঁনপুর উত্তরপাড়া (গোমতী আইল সংলগ্ন, বাগান বিলাশ, নুর আলম - এঁর - নতুন বাড়ী),০৫নং পাঁচথুবী ইউপি থানা,কোতোয়ালী মডেল থানা, জেলা-কুমিল্লা,। উক্ত দুষ্কৃতকারীকে গ্রেফতার করে এবং গ্রেফতারকৃত আসামী'র সঙ্গীয় অপর আসামী মোঃ বিপ্লব (৩০), পিতা - বিল্লাল হোসেন, সাং - শুভপুর, থানা - কোতয়ালী মডেল থানা, জেলা - কুমিল্লা, উক্ত দু্ষ্কৃতকারী পালিয়ে যায়। উক্ত ঘটনায় কোতোয়ালী মডেল থানা'য় এজাহার দায়ের করলে কোতোয়ালী মডেল থানা'র মামলা নং - ৭০, তারিখ - ২৪ শে নভেম্বর, ২০২৩ ইং জি আর নং - ১১৮৬, ধারা-৩৬(১) ১৯(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ ইং এ রুজু করা হয়েছে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.