প্রেমিকের সঙ্গে দেখা করতে না পেরে কুমিল্লার চান্দিনায় প্রতিবেশীর ১০ মাসের শিশুসন্তানকে অপহরণ করেন সাবিনা আক্তার (২০) নামের এক তরুণী। সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার মাইজখার গ্রামের মোহার আলীর বাড়ি থেকে শিশুটি অপহরণ করা হয়। পরে এ ঘটনায় সাবিনার বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে মাওয়া ঘাট থেকে অপহৃত শিশু ওই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান তথ্য নিশ্চিত করেছেন।
দুইদিন পরও ফারুকের সন্ধান না পেয়ে অবশেষে এরশাদুল হকের ১০ মাসের শিশুসন্তান আবু ছাহিদকে নিয়ে পালিয়ে যান সাবিনা। যোগাযোগ করা হলে তিনি শর্ত দেন ফারুককে হাজির করা না হলে শিশুটিকে ফেরত দেওয়া হবে না। বিষয়টি পুলিশকে জানানো হলে মঙ্গলবার সকালে মাওয়া ঘাট থেকে অপহৃত শিশুটিসহ সাবিনাকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস বলেন, সাবিনাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।