প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ণ
কুমিল্লার চৌদ্দগ্রাম থানার মাদক উদ্ধার অভিমানে কয়েক ধরনের মাদক সহ গ্রেফতার ১ জন
কুমিল্লার চৌদ্দগ্রাম থানার মাদক উদ্ধার অভিমানে কয়েক ধরনের মাদক সহ গ্রেফতার ১ জন
- মেহেদী হাসান তুষার:
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বিশেষ অভিযানে ফেন্সিডিল ৪০ , স্কপ সিরাপ ৬০ , বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ- বিয়ার ২০ বোতল সহ ০১ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এস আই (নিঃ) লিটন চাকমা এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত চৌকষ টিমের ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চলাকালে অদ্য ৩০/১১/২০২৩ খ্রিঃ রাত ০২.২০ ঘটিকা'র সময় চৌদ্দগ্রাম থানা এলাকায় ১১ নং চিওড়া ইউনিয়নের চরপাড়াতে (চট্টগ্রাম -কুুমিল্লা - ঢাকা) মহাসড়ক সংলগ্ন চরপাড়া পাকা রাস্তা'র মাথায় অভিযান পরিচালনাকালে পুলিশ - এঁর - উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তির কাঁধে থাকা ০১টি সাদা প্লাষ্টিকের বস্তা সহ পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী মোঃ ইয়াকুব প্রঃ ইদু মিয়া(৫০), পিতা - মোঃ আবদুল মমিন, সাং - চিওড়া (আনু মোল্লার বাড়ী), থানা - চৌদ্দগ্রাম, জেলা - কুমিল্লাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামী'র কাধে থাকা ১টি সাদা রং এর প্লাষ্টিক এর বস্তা তল্লাশী করে বস্তার ভিতরে রক্ষিত ১। ৪০(চল্লিশ) বোতল ফেন্সিডিল, ২। ৬০ (ষাট) বোতল স্কপ সিরাপ,৩। ১০ (দশ) বোতল অফিসার্স চয়েজ ব্রান্ডের উইস্কি (ব্লু পিউর গ্রীন) ৪। ১০(দশ) বোতল Royal STAG Deluxe Whisky, ০৫। ২০ (বিশ) বোতল HE-MAN 9000 STRONG BEER উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত মাদক উদ্ধারের ঘটনায় চৌদ্দগ্রাম থানা'য় এজাহার দায়ের করা হয় ২০১৮ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১৪(গ), ২৪(খ) ধারায় ,যার মামলা নং ৪০। এখানে উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ ইয়াকুব প্রঃ ইদু মিয়া (৫০) এর নামে পূর্বের মোট ০৬টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.