আজ ১০/০৭/২৪ ইং আলমঃ তারিখ কুমিল্লার পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে কুমিল্লা জেলার সাংবাদিকবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, পরিবহন মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি, পেট্রোল পাম্প মালিক সমিতি সহ নানা পেশাজীবি সংগঠন ও ফোরামের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম । সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার সাংবাদিকদেরকে আহবান জানিয়েছেন সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য । পুলিশ সুপার বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের কাছে পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ও প্রত্যয় ব্যক্ত করেন। দিনব্যাপী পর্যায়ক্রমিক মতবিনিময় সভাগুলোতে সাংবাদিকগণসহ কুমিল্লা জেলার কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিবর্গের সাথে প্রধান অতিথি মহোদয় সৌহার্দ্যপূর্ণ পরিচিতি পর্ব সম্পন্ন করেন। উক্ত সভায় কুমিল্লার নাগরিকদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং কুমিল্লা নগরীর ট্রাফিক যানজট নিরসনে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ সহ অন্যান্য গরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে পারস্পারিক অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)জনাব খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক (অতিরিক্ত দায়িত্বে ডিবি) জনাব মোঃ নাজমুল হাসান, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ কামরান হোসেনসহ কুমিল্লা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।