নগর সংবাদ।।কুমিল্লায় রুকসানা আক্তার (২৪) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী তার এক বছর বয়সী শিশু ছেলেকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শিশুটির নাম আরাফাত হোসেন।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের বারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রুকসানা ওই এলাকার আমান উল্লাহ আমানের মেয়ে। বরিশালের ইব্রাহীমের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় তার।
রুকসানার বাবা আমান উল্লাহ আমান বলেন, আমার মেয়ে মানসিক রোগী। বিয়ের পর সে স্বামীর বাড়ি থেকে আমাদের বাড়ি চলে এসেছে। তার চিকিৎসা চলছে, কিন্তু এখনও সে সুস্থ নয়। দুপুরে আমাদের অজান্তে সে তার নিজের ছেলেকে পুকুরে ফেলে দিয়েছে। পরে স্থানীয়রা আমার নাতির মরদেহ উদ্ধার করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মা রুকসানাকে থানায় এনেছি। খবর নিয়ে জানতে পেরেছি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। আগেও কয়েকবার বাচ্চাটাকে পানিতে ফেলে দিয়েছিলেন তিনি। তখন স্থানীয়রা উদ্ধার করলেও এবার কারোই চোখে পড়েনি। দেখি কি করা যায়। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।