প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৪, ৩:০৮ পূর্বাহ্ণ
কুমিল্লা জেলার কোতয়ালী থানার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার
কুমিল্লা জেলার কোতয়ালী থানার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার
- মেহেদী হাসান তুষারঃ
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার পুলিশে পৃথক পৃথক অভিযানে অভিযান পরিচালনা করে ৪৬ কেজি গাঁজা এবং ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ জন মাদক চোরাচালানকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে । মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মাথায় নিয়ে কুমিল্লা জেলার পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় বিচক্ষণ অফিসার ইনচার্জ, জনাব মো: ফিরোজ হোসেন পিপিএম এর নেতৃত্বে অদ্য ২৫/০৬/২৪ ইং তারিখ মাদক নির্মূলে সফল অভিযান পরিচালনা করে
#(এক)- এস আই শেখ মফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৩০ কেজি গাঁজা, ১০০০ পিস ভয়ংকর মরন নেশা ইয়াবা উদ্ধার সহ একজন মাদক চোরাচালানকারীকে গ্রেফতার করতে সক্ষম হোন ।
#( দুই) অন্য এক অভিযানে এসআই(নিঃ) মামুনুর রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১৬ কেজি ভারতীয় গাঁজা সহ ২ দুই জন মাদক চোরাকারবারীকে হাতেনাতে গ্রেফতার করেন । #(তিন)এসআই(নিঃ) আব্দুর রাহিম নেতৃত্বে ১০০০ পিস ইয়াবা (বরি) সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা সর্বদা বলবৎ থাকবে কোন মাদক চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না, মাদকবিরোধী অভিমান পরিচালনায় কোতয়ালী থানার চৌকষ বাহিনী সবসময় তৎপর রয়েছে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.