প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৯:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৪, ৩:৪১ পূর্বাহ্ণ
কুমিল্লা জেলা’র পুলিশ সুপারকে বদলী’জনিতো বিদায় সংবর্ধনা প্রদান করলো – চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি।
কুমিল্লা জেলা'র পুলিশ সুপারকে বদলী'জনিতো বিদায় সংবর্ধনা প্রদান করলো - চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি।
চীফ রিপোর্টার (Recovery Bangladesh Media Group)-
চট্টগ্রাম রেন্জ'ধীন কুমিল্লা জেলা'র পুলিশ সুপার - আব্দুল মান্নান, বিপিএম(বার) সিলেট জেলা'র পুলিশ সুপার পদে বদলীর আদেশ প্রাপ্ত হয়েছেন। সে জন্য ০৩ জুলাই ২০২৪খ্রি. চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাঁদের বদলী'জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেছে - চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি - নুরেআলম মিনা,
বিপিএম(বার), পিপিএম। ডিআইজি তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছে এবং ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বিদায়ী সম্ভাষণ জানায়। উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) - প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) - মোঃ মাহফুজুর রহমান, আরআরএফ, চট্টগ্রামের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) - শাহজাদা মো: আসাদুজ্জামানসহ, পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স-অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) - সঞ্জয় সরকার, পুলিশ সুপার (অপারেশনস্-অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) - নেছার উদ্দীন আহমেদ পিপিএম-সেবা, পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) - সফিজুল ইসলাম এবং রেন্জ'ধীন ১১ জেলা ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার'গণ সহ ঊর্ধ্বতন কর্মকর্তা'গণ উপস্থিত ছিলো।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.