প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ৮:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২১, ১১:১৯ পূর্বাহ্ণ
কুমুদিনী ক্যান্সার কেয়ার হাসপাতাল বাস্তবায়নের দাবীতে মানব বন্ধন
জিহাদ আহম্মেদ জিলানী।। নারায়ণগঞ্জ সদর থানাধীন মেট্রো হল গোলচক্তর জনতা ব্যাংক সংলগ্ন এলাকায় কুমুদিনী ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স ক্যান্সার কেয়ার বাস্তবায়নের দাবীতে সর্বস্তর মানুষের বিশাল মানব বন্ধন।নারায়ণগঞ্জ জেলার ১ কোটি জনগনের চিকিৎসা সেবা মান উন্নয়নের বাধাগ্রস্থ করতে নারায়ণগঞ্জ সহ সারাদেশে বিশৃঙ্খলা সৃস্টিকারি বহিরাগত শ্রমিক নেতা নামধারী অর্থলোভীদের ষড়যন্ত্র থেকে কুমুদিনী ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স ক্যান্সার কেয়ার বাস্তবায়নের দাবীতে মানব বন্ধনে বিশাল মিছিল নিয়ে যোগ দেন। মুক্তি যোদ্ধা প্রজন্ম সংসদ,নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।
উক্ত মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সফল সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের প্রধান উপদেষ্টা সবার প্রিয় জনাব জাকিরুল আলম হেলাল। উক্ত মিছিলটি চাষাড়া থেকে বের হয়ে খানপুর মেট্রো হল মোড়ে গিয়ে অংশ গ্রহন করেন।উক্ত মিছিলে উপস্থিতি ছিলেন এইচ. এম রাসেল -সভাপতি মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নাঃগন্জ সংসদ নাঃগন্জ জেলা, হামদান -উর রহমান শান্ত -সভাপতি মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নাঃগন্জ মহানগর, জে আর রাসেল আহমেদ সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ নাঃগন্জ জেলা,গোলাম নবী মাসুদ -সাংগঠনিক সম্পাদক -নারায়ণগঞ্জ জেলা, গোলাম নবী মাসুদ -সাংগঠনিক সম্পাদক -নাঃগন্জ মহানগর, ইয়াসিন আরাফাত -সভাপতি ১৩নং ওয়ার্ড, আবু সাইদ শাকিল সভাপতি ফতুল্লা থানা সংসদ, শহিদুল হক প্রমিত সাধারন সম্পাদক, ফতুল্লা থানা সংসদ থানা সংসদ, মোঃ সজিব যুগ্ন সাধারন সম্পাদক -ফতুল্লা থানা সংসদ আলমগির হোসেন, আসাদ আলী -সাংগঠনিক সম্পাদক -ফতুল্লা থানা সংসদ।
ফতুল্লা থানা সংসদ ১২নং ওয়ার্ড কমিটি উপস্থিত ছিলেন, মেহেদি, সামন্তো, রকি,রাব্বি সুজন সহ আরো আনেকেই উপস্থিতি ছিলেন।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.