শুক্রবার ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ভোর ৫:৫০
শিরোনামঃ
লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারর্স ক্লাবের ক্লাব ডিরেক্টর হলেন লায়ন ফরহাদুল হাসান মোস্তফা নভেম্বর ২০২৫ সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে-প্রেস কাউন্সিল চেয়ারম্যান। প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো অভাবনীয় সংবাদ সম্মেলন।  শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা মামলায়: ২ শ্যুটার সহ গ্রেপ্তার ৫-পিস্তল জব্দ। গাজীপুর, শ্রীপুরে পৃথক দুই স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গোয়ালবাটীর রাস উৎসবের শেষ দিনে আবেগঘন মুহূর্ত — অবসর ঘোষণা করলেন সমাজসেবী সুকান্ত হালদার জুলাই জাতীয় সনদের ৫ দফা দাবি মেনে না নিলে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান হুঁশিয়ারি ৮ দলের। সুশাসনের জন্য নাগরিক সুজন এর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির মনোনয়ন নিয়ে সবাই ব্যস্ত, সংসদে যাবার জন্য অথচ রাজপথে আমি একাই: এড. টিপু দারচা মায়ার ভ্যালির অনামী শৃঙ্গে প্রথম সাফল্য: ইতিহাস গড়লেন বাঙালি পর্বতারোহী শুভেন্দু মণ্ডল

কুরিয়ে পাওয়া প্রায় চার লাখ টাকা মালিককে দিয়ে সততার পরিচয় দিলেন শ্রমিক

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৯, ২০২৩, ১০:৩৪ অপরাহ্ণ
  • ১৫৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

কুরিয়ে পাওয়া প্রায় চার লাখ টাকা মালিককে দিয়ে সততার পরিচয় দিলেন শ্রমিক

নীলফামারী:  মোঃ মাসুদ রানা, ইজিবাইক সোসাইটির চেইন মাস্টার মো. ছটু মিয়া । শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা করেন তিনি। দিন আনি দিন খাই এই অবস্থা তাঁর পরিবারের। খুব কস্ট করে সংসার চালান । এমনই এক পরিবারের যুবক তাঁর কর্তব্য ভোলেননি অনটনেও। এক যাত্রীর ফেলে যাওয়া পৌণে ৪ লাখ টাকার ব্যাগ ফেরত দিলেন মো. ছটু মিয়া  । ঘটনাটি ঘটেছে  মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে নীলফামারীর সৈয়দপুর শহরে। জানা যায়, সৈয়দপুর শহরের নিয়ামতপুর সরকার পাড়ার বাসিন্দা কুড়িগ্রামের রৌমারি উপজেলার কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী কর্মস্থল থেকে বাসে করে টার্মিনালে নামেন। তাঁর সাথে প্রভিডেন্ট ফান্ড থেকে নেওয়া ঋন ও বেতন বোনাসের প্রায় পৌণে ৪ লাখ টাকা টাকার একটি ব্যাগ ছিল। পরে বাসটার্মিনালে নেমে একটি ইজিবাইক চেপে নিয়ামতপুরের বাসায় আসেন। কিন্তু ভুল করে তার সাথে থাকা টাকার ব্যাগটি ইজিবাইকে রেখেই বাড়িতে প্রবেশ করেন। কয়েক মিনিট পর তাঁর খেয়াল হয় ব্যাগটি অটোবাইক থেকে নেননি ।

 

সাথে সাথে ইজিবাইকটির সন্ধানে বের হন। এদিকে ওই ইজিবাইক চালক গাড়িতে টাকার ব্যাগ রয়েছে খেয়াল না করে ইজিবাইক চালিয়ে শহরের দিকে আসে। পথিমধ্যে শহরের বঙ্গবন্ধু সড়কের মুন্সিপাড়া মোড়ে টাকার ব্যাগটি রাস্তায় পড়ে যায়। এসময় চেইন মাস্টার মো. ছটু মিয়ার নজরে পড়ে ব্যাগটি। পরে লোকজনের উপস্থিতিতে সেটি খুলে দেখতে পায় ওই ব্যাগে টাকা রয়েছে। সাথে সাথে  সংগঠনটির তামান্না মোড় হাজারীহাট শাখার সভাপতি মঞ্জুর হোসেন সিয়াম ও সাধারন সম্পাদক মো.  আরজু রহমানকে বিষয়টি জানান তিনি। এমন ঘটনায় তাঁরাও টাকার মালিকের সন্ধান করতে থাকে। এরই মধ্যে কাইয়ুম চৌধুরী বিষয়টি থানায় অবগত করেন। পরে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি সৈয়দপুর উপজেলা তামান্না মোড় হাজারীহাট শাখার নেতৃবৃন্দ টাকার মালিক কাইয়ুৃম চৌধুরীকে খুঁজে বের করেন।

 

রাতে শহরের বঙ্গবন্ধু চত্বরের ট্রাফিক পুলিশ বক্সে টাকার মালিককে ডেকে আনেন তাঁরা। পরে নীলফামারী পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আবু নাহিদ পারভেজ চৌধুরী মাধ্যমে ব্যাগে থাকা পৌণে ৪ লাখ টাকা বুঝিয়ে দেন ওই কৃষি কর্মকর্তাকে। এসময় উপস্থিত ছিলেন ইজিবাইক সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. আশরাফ কোরায়শী ছাড়াও বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সৈয়দপুর তামান্না মোড় হাজারীহাট শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

 

মো. কাইয়ুম চৌধুরী বলেন, সাংসারিক কাজে প্রয়োজন হওয়ায় প্রভিডেন্ট ফান্ড থেকে ঋণ নেওয়া ৩ লাখ ও বেতন বোনাসের প্রায় ৭৫ হাজার টাকা ছিল ওই ব্যাগে। সবগুলো টাকাই ব্যাগে রয়েছে জানিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় খুশি হয়ে টাকার ব্যাগ পাওয়া ওই অটোবাইক শ্রমিক মো. ছটুকে পুরস্কৃত করেন। এব্যাপারে সংগঠনের সভাপতি মঞ্জুর হোসেন সিয়াম ও সাধারন সম্পাদক মো.  আরজু রহমান বলেন, কুড়িয়ে পাওয়া টাকার ব্যাগ প্রকৃত মালিককে বুঝিয়ে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। এজন্য তারা তাঁদের সংগঠনের সদস্য ছটুকে ধন্যবাদ জানান তাঁর সততার জন্য। নীলফামারী পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আবু নাহিদ পারভেজ চৌধুরী বলেন, ইজিবাইক শ্রমিক ছটুর সততা সত্যিই প্রশংসনীয়। এজন্য তাঁকে আমরা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তাঁর এ সততা দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell