নগর সংবাদ।।কুষ্টিয়ার কুমারখালীতে ছেলের সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাপ দিয়ে নয়ন তারা (৫০) নামে এক নারী আত্মহত্যা করেছেন।
বুধবার (১৫ জুন) দুপুরে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নয়ন তারা মনোহরপুর এলাকার কৃষক মতিন শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে ছেলে লালন ও তার বউয়ের সঙ্গে পারিবারিক কলহ চলছিল নয়ন তারার। এ অভিমানে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নিজবাড়ি থেকে বের হন। পরে দুপুরের দিকে কুষ্টিয়া-রাজবাড়ি রেলওয়ে সড়কের কুমারখালীর কালুমোড় এলাকায় চলন্ত ট্রেনের সামনে রেললাইনের ওপর শুয়ে পড়েন। এতে শরীর দ্বিখণ্ড হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
নিহতের ভাই আব্দুর রাজ্জাক বলেন, ছেলে আর তার স্ত্রীর সঙ্গে কয়েকদিন ঝগড়া চলছিল। এ নিয়েই হয়তো অভিমানে আত্মহত্যা করেছেন।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজেল আলী বলেন, খবর পেয়ে এক পুলিশ নারীর দ্বিখণ্ড মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।