প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ৩:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৪, ২০২১, ১:২৯ পূর্বাহ্ণ
কুষ্টিয়ার পিতার ভ্যানের নীচে চাপা পড়ে ৬ বছরের শিশু কন্যা রিয়ার মৃত্যু।
নগর সংবাদ।।কুষ্টিয়ার পিতার ভ্যানের নীচে চাপা পড়ে ৬ বছরের শিশু কন্যা রিয়ার মৃত্যু।
মিরপুরে পিতার ভ্যানের নীচে চাপা পড়ে ৬ বছরের শিশু কন্যার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ আগষ্ট) দুপুর ১২ টায় মিরপুর ফায়ার সার্ভিস ষ্টেশন (জিয়া সড়ক) টু গেটপাড়া সড়কের ফুলবাড়ীয়া আতাতলা মাঠ নামকস্থানে পাখিভ্যান উল্টে রিয়া (৬) নামের এক শিশু কন্যার মৃত্যু ঘটেছে। রিয়া মিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড আদিবাসি সর্দারপাড়ার সজিব সর্দারের কন্যা। এ ব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ(তদন্দ) শুভ্র প্রকাশ দাশ জানান,মেয়েটির মা যেখানে কাজ করেন,সেখানে মেয়েটির বাবা মেয়েকে সাথে নিয়ে যাচ্ছিলো।পথিমধ্যে মিরপুর ফায়ার সার্ভিস ষ্টেশন (জিয়া সড়ক) টু গেটপাড়া সড়কের ফুলবাড়ীয়া আতাতলা মাঠ নামকস্থানে পৌছালে পাখিভ্যান উল্টে রিয়া নামের এক কন্যা শিশুর মৃত্যু ঘটেছে।পুলিশ ঘটনা স্থলে পৌছেছে।তদন্ত করে ইউডি মামলা করা হবে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.