নগর সংবাদ।।কুষ্টিয়ার শহরের চালের বর্ডার এলাকায় লিয়াকত মণ্ডল (৬৪) নামের এক ব্যক্তিকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত লিয়াত মণ্ড চালের বর্ডার এলাকায় খাবারের হোটেল ব্যবসায়ী । তিনি ওই এলাকার মৃত জদা মণ্ডলের ছেলে।
নিহত লিয়াকত মণ্ডলের ছেলে ইমরান মণ্ডল জানান, রাত সাড়ে ১২টার দিকে চালের বর্ডার এলাকার সবুজ ও মুন্নাসহ কয়েকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে তার বাবার বুকে ইট দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তার বাবাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, নিহত লিয়াকত মণ্ডলের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। থানায় পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাসের জন্য দুইজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।