নগর সংবাদ।। কুষ্টিয়ার মিরপুরে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ জুলাই) দুপুর ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা।
ওসি গোলাম মস্তফা জানান, শুক্রবার (১ জুলাই) দিনগত রাত ২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া-সাতবাড়ীয়া মাঠের মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করে পুলিশের একটি টহল টিম। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দেশীয় তিনটি অস্ত্র জব্দ করা হয়।
তিনি আরও জানান, তাদের নামে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে রিমান্ড আবেদনসহ তাদের আদালতে সোপর্দ্ধ করা হয়েছে।