নগর সংবাদ।।কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় জাতীয়পরিচয়পত্রে সন্তান থেকে বাবার বয়স কম হওয়ায় দুবছর ধরে বন্ধ মুক্তিযোদ্ধা ভাতা। পরিবারের সদস্যদের দাবি, জন্ম তারিখ সংশোধনের জন্য বিভিন্ন অফিসের দ্বারে দ্বারে ঘুরেও সুরাহা না পেয়ে অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যান ৯৪ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা আকবর আলী।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ধুলার কুটি গ্রামের মৃত বাবন শেখের ছেলে মরহুম বীর মুক্তিযোদ্ধা আকবর আলী। প্রায় ৪৩ বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। সে সময় তিনি বিবাহিত ছিলেন। তার পাঁচ ছেলে ও দুই মেয়ের মধ্যে যুদ্ধের আগে তিন সন্তান নিয়েছিল। মুক্তিবার্তা ও লাল বইয়ে তার নাম রয়েছে। তিনি ২০০৮ সালের ১ অক্টোবর থেকে মুক্তিযোদ্ধা ভাতা পেয়ে আসছিলেন।২০২০ সালে মুক্তিযোদ্ধাদের তথ্য অনলাইনে পূরণ করতে গিয়ে তিনি জন্ম তারিখের ত্রুটির কারণে তার ভাতা বন্ধ হয়ে যায়।
জন্ম সনদ অনুযায়ী তার বয়স ১৯২৮ সালের ১১ আগস্ট। কিন্তু ২০০৮ সালে জাতীয়পরিচয়পত্রে তার বয়স দেখানো হয়েছে ১৯৭১ সালের ১০মে। অথচ তার বড় ছেলে আমির হোসেনকে তার থেকে বড় দেখানো হয়েছে। অর্থাৎ বাবার থেকে ছেলে বড়। জাতীয়পরিচয়পত্রে বড় ছেলে আমির হোসেনের বয়স দেখানো হয় ১৯৬০ সালের ২ মার্চ। জাতীয়পরিচয়পত্রের এমন ত্রুটির কারণে দুবছর থেকে মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ রয়েছে।