প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২২, ২:০২ পূর্বাহ্ণ
কেওঢালা এলাকায় মাইক্রোবাসের চাপায় অজ্ঞাতপরিচয় নারী নিহত
কেওঢালা এলাকায় মাইক্রোবাসের চাপায় অজ্ঞাতপরিচয় নারী নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কেওঢালা এলাকায় মাইক্রোবাসের চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী (২৭) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নবীর হোসেন জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গাড়ি ও চালককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.