নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভেতরে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন, হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য। রোববার (১২ জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো রাম দা উদ্ধার করলেও হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিনারের ভেতরে কয়েকজন কিশোর ও তরুণ বয়সী ছেলে অপর এক কিশোর বয়সী ছেলেকে মারধর করে। পরে ধারালো রাম দা দিয়ে তাকে কোপায়। হামলা থেকে বাঁচতে পরে ওই কিশোর দৌঁড়ে পালিয়ে যায়। তার পেছনে হামলাকারীদেরও তাড়া করতে দেখা যায়। তবে হামলার শিকার কিশোরের নাম-পরিচয় জানা যায়নি।
হামলাকারীদেরও কাউকে শনাক্ত করতে পারেননি স্থানীয়রা। শহীদ মিনারের এক চায়ের দোকানি বলেন, ‘দেখলাম ছোট ছোট ৫-৬ জন ছেলে জটলা করে দাঁড়িয়ে আছে। পরে একটি ছেলেরে একা পেয়ে মিনারের এক কোনায় নিয়ে যায়। পরে এক দফা ছেলেটিকে মারধর করা হয়। এক পর্যায়ে ধারালো রাম দা দিয়েও কোপায় তাকে। পরে বাঁচার জন্য ছেলেটি শহীদ মিনারে ছোটাছুটি করতে থাকে।’ গত কয়েক মাসে শহীদ মিনারে মারামারি ও হাতাহাতির ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে বলে জানান স্থানীয়রা। এদিকে, এই ঘটনার কিছুক্ষণ পর ছিনতাইকারী অভিযোগে এক তরুণকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।