প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৭:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২১, ৬:৫৮ অপরাহ্ণ
কেরানীগঞ্জে গাড়িসহ ভুয়া ম্যাজিস্ট্রেট চক্র আটক
নগর সংবাদ।।শিপন উদ্দিন,কেরানীগঞ্জ: কেরানীগঞ্জে ম্যাজিস্ট্রেট সেজে চাঁদাবাজি করার সময় ভুয়া ম্যাজিস্ট্রেট চক্রের এক সদস্যকে আটক করে এলাকাবাসী। কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়ন এর লাখিরচর এলাকায় চাদাবাজি করার সময় এলাকাবাসী তাদের আটক করে মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করে। ভুয়া ম্যাজিস্ট্রেট চক্র ভয়-ভীতি দেখিয়ে দোকানদারদের কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা চাঁদা আদায় করে। ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে জান কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) জনাব, কামরুল হাসান সোহেল বলেন,সাধারণত স্থানীয় পুলিশ ও সরকারি লোকবল ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় না। আসামী সহ তাদের গাড়িটি থানায় সোপর্দ করা হয়েছে।। প্রতারকে ধরিয়ে পুলিশে সোপর্দ করায় তিনি এলাকাবাসীকে ধন্যবাদ জানান।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.