নগর সংবাদ।। শিপন উদ্দিন ,কেরানীগঞ্জ অবৈধ শাড় ও কীটনাশক কারখানা ভ্রাম্যমাণ আদালত আভিযান পরিচালনা করেন। এ সময় তারা কারখানার ভেতর ভেজাল সার জব্দ করেন। কিন্তু তাদের আসার টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায় ।কাউকে গ্রেফতার করতে পারেনি। কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে আলীপুর গ্রামে মেঘনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড বেশ কয়েক বছর ভেজাল সার তৈরি করেছিল। কীটনাশক ও সার কারখানাটি বিভিন্ন বড় বড় কোম্পানির মোড়ক লাগিয়ে ভেজাল সার ও কীটনাশক বাজারজাত করত। বিষয়টি জানাজানি হলে ভ্রাম্যমাণ আদালত গিয়ে কারখানাটি ভেঙে ফেলে ও সিলগালা করে দেয়। কেরানীগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার জনাব,ইকবাল হাসান বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি হযরতপুর ইউনিয়নে অনুমোদনহীন নকল একটি সার কারখানা রয়েছে। আমরা সেখানে অভিযান চালালে তার সত্যতা পাওয়া যায়।কারখানা সিলগালা করে দেওয়া হয়।