প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৪, ১২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ণ
কেরিয়ার প্ল্যানার এডু ফেয়ার আয়োজিত , এডুকেশন ইন্টারফেস ২০২৪ এর শুভ সূচনা হলো
কেরিয়ার প্ল্যানার এডু ফেয়ার আয়োজিত , এডুকেশন ইন্টারফেস ২০২৪ এর শুভ সূচনা হলো
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
আজ ১৫ ই জুন শনিবার, ঠিক দুপুর সারে বারোটায়, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, কেরিয়ার প্ল্যানার এডু ফেয়ার আয়োজিত, এডুকেশন ইন্টারফেস ২০২৪ এর শুভ সূচনা হলো প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে, এডুকেশন ইন্টারফেস ২০২৪ এর শুভ সূচনা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, উপস্থিত ছিলেন মন্ত্রী ও কলকাতার মহানাগরীক ফিরাদ হাকিম, উপস্থিত ছিলেন সাংসদ ও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারপারসন শ্রীমতি মালা রায়, উপস্থিত ছিলেন সাংসদ বিষয়ক মন্ত্রী ও কৃষিমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের শ্রী শোভন দেব চট্টোপাধ্যায়। এবং মানসী রায় চৌধুরী সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলনের পর সম্মানীয় অতিথিদের একে একে বরণ করে নেন পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে, যদিও এই মেলার আনুষ্ঠানিক তাৎপর্য শুরু হয়
সকাল ১১ টা থেকে বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসারের উপস্থিতিতে, পাহারা এই মেলা তাৎপর্য তুলে ধরলেন, মেলা চলবে ১৫ ই জুন থেকে ১৭ ই জুন পর্যন্ত, প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, প্রতিদিন মঞ্চে বিভিন্ন শিক্ষণীয় অনুষ্ঠান, ক্যারিয়ার নিয়ে আলোচনা, ছাত্রছাত্রীদের ডিবেট, অন্যান্য অনুষ্ঠান প্রতিবারের ন্যায় থাকছে, প্রায় ২০০ র বেশি বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, ইন্সটিটিউশন এই মেলায় অংশগ্রহণ করেছেন,
এবং আজকের অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে স্কুলের ছাত্র-ছাত্রীরা সমবেত হয়েছিলেন। আজ তিনজন অতি সম্মানীয় ব্যক্তিকে , অর্থাৎ যাদের হারিয়েছেন, আজকে এক মিনিট নীরবতা পালন করে সম্মান ও শ্রদ্ধা জানান, সকলে উঠে দাঁড়িয়ে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেরিয়ার প্ল্যানার এডু ফেয়ারের প্রতিষ্ঠাতা দীপক সিনহা রায় বলেন, আমরা এডুকেশন ইন্টারফেস ২০২৪ এর আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত, এখানে শিক্ষার্থী ও অভিভাবকরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি আলোচনা সুযোগ পেয়ে থাকেন।
এর মাধ্যমে তারা তাদের শিক্ষাগত ভবিষ্যৎ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে সক্ষম হন, এই মেলার উদ্দেশ্য হল, কর্মজীবনের উন্নয়ন এবং শিক্ষার সুযোগ প্রদানের জন্য আয়োজিত দেশের এই প্রথম শ্রেণীর ক্যারিয়ার শিক্ষা মেলাতে বহু প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ,বিভিন্ন ক্ষেত্রে পেশাজীবী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা উপস্থিত হন। এডুকেশন ইন্টারফেস ২০২৪ এর লক্ষ্য, শিক্ষা এবং শিল্পের মধ্যে ব্যবধান দূর করা, অংশগ্রহণকারীদের কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, যাতে তারা তাদের নিজে নিজে ক্ষেত্রে সফল হতে পারে।
উপস্থিত মঞ্চে যে সকল মন্ত্রী ও সাংসদ উপস্থিত ছিলেন, সবার মুখে একটি কথাই শোনা যায়, পশ্চিমবঙ্গে বহু ইউনিভার্সিটি ও ইনস্টিটিউট গড়ে উঠেছে, যেখানে এখানকার ছাত্রছাত্রীরা সুযোগ সুবিধা পেতে পারে ,তাহার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম প্রকল্প ছাত্র-ছাত্রীদের জন্য খুলেছেন। শুধু তাই নয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডেরও ব্যবস্থা করেছেন।
যাতে ছেলে মেয়েরা ভালো পড়াশোনা করতে পারে , অনেকের বাবা-মা হয়তো ভালো কিছু ছেলেদের কাছে আশা করার জন্য বিদেশে পড়ার ব্যবস্থা করে থাকেন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতায় ও সল্টলেক রাজারহাটে,বহু নামিদামী ইউনিভার্সিটি, ইনস্টিটিউট চলে এসেছে,
যেখানে ছেলেমেয়েরা ভালোভাবে আরো শিখতে পারে ও পড়াশোনা করতে পারে, তাদের মনের মত কোট গুলি বেছে নিতে পারে, এখন আর বিদেশে গিয়ে থাকতে হবে না বা ভালো পড়াশোনা চিন্তা করতে হবে না।
তার মধ্যে বেশ কয়েকটি ইউনিভার্সিটি ও ইনস্টিটিউশনের নাম উল্লেখ করলেন মন্ত্রী মহোদয়েরা। এইরকম একটি প্লেয়ারের আয়োজন করায় আমরা গর্বিত খুশি যাহারা এর আয়োজন করেছেন,
প্রতিবছর এই ধরনের ফেয়ার হোক এটাই আমরা আশা করবো, এবং স্কুলের সকল ছাত্র-ছাত্রীরা এরকম মেলায় এসে তাদের এগিয়ে চলার চিন্তাভাবনা ও কোন কলেজ ইউনিভার্সিটি কি কোর্স করাচ্ছে তাদের সম্মুখে উঠে আসুক বাছার সুযোগ ঘটুক। তাই সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকার জন্য এই প্রচন্ড গরমে আমাদের তরফ থেকে অশেষ শুভেচ্ছা ও ধন্যবাদ রইল।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.