নগর সংবাদ।। বিশ্বের প্রথম সর্বদেশে আতংক নাম কোভিড ১৯ (করোনা ভাইরাস)বাংলাদেশে প্রায়ই ১৮মাস যাবত করোনায় আক্রান্ত হচ্ছে হাজার হাজার নারী,পুরুষ,শিশু, বৃদ্ধ মানুষ।বাংলাদেশ সরকার করোনা মোকাবেলায় বিভিন্ন স্বাস্থ্যবিধি (লকডাউন) ঘোষনা করলে সাধারন মানুষ কর্মহীন হয়ে পড়ে সরকার সহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সংগঠন কর্মহীনদের পাশে দাড়িয়ে এান সামগ্রী খাদ্য বিতরন করে যাচ্ছে। তেমনই নারায়ণগঞ্জের আমলাপাড়া এলাকায় করোনা যোদ্ধা খ্যাত নাসির উদ্দিন রানার নাতিন। শিক্ষক পিতা -সোহেল,শিক্ষিকা মাতা-সোহার শিশু কন্যা নারায়ণগঞ্জের সুনামধন্য অাইডিয়াল স্কুলের প্রথম শ্রেনীর ছাএী তুশি। মাএ ৭বছর বয়সে মানবতার জাগ্রত হয় তার হৃদয়ে। বিগত ১ম লকডাউন শুরুতে নিজের জমানো টাকার প্ল্যাস্টিকের ব্যাংকটি তুলে দিয়েছিল করোনা বীর কাউন্সিলর খোরশেদের হাতে। ২য় দফায় লকডাউনে মানবতার তুশি ঈদুল আযহায় জামা পিতা মাতার কাছ থেকে না কিনে সেই টাকা তুশি কিছু দরিদ্র রিকশাওয়ালার মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।খাদ্য সামগ্রীরর মধ্যে ২কেজি চাল,২কেজি আটা,,আল, ডাল,ডিম প্রণোদনা দেন।