””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো"""
গোয়ালবাটীতে ইতিহাস গড়লো কালীমাতা নাটমন্দির উন্নয়ন সমিতি পরিচালিত ও সহযোগিতায গোয়ালবাটী যুবচক্র ক্লাব
গোয়ালবাটীর আকাশে যেন উৎসবের রোশনাই! দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে

রবিবার, ১৮ জানুয়ারি সকাল ৮ ঘটিকায় গোয়ালবাটীতে এক ঐতিহাসিক ও স্মরণীয় ক্রীড়া মহাযজ্ঞের আয়োজন করা হয়।

গোয়ালবাটী যুবচক্র ক্লাবের সহযোগিতায় এবং কালিমাতা নাটমন্দির উন্নয়ন সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ছিল মেরাথন দৌড় প্রতিযোগিতা ও চার দলীয় ফুটবল টুর্নামেন্ট।

এই মহতী উদ্যোগকে সফল করে তুলতে যাঁরা দিন-রাত এক করে পরিশ্রম করেছেন, তাঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সুকান্ত হালদার, সঞ্জয় মণ্ডল, বিশ্বনাথ মণ্ডল,বাপি মন্ডল মৃত্যুঞ্জয় হালদার,সুব্রত মন্ডল,

তাপস মন্ডল অনুপ মন্ডল,সুকুমার মন্ডল, অসিম মন্ডল, নবকুমার মন্ডল, স্বপন মন্ডল, সৌরভ হালদার, রাজু মন্ডল,জয়শ্রী মন্ডল, মন্দিরা মন্ডল, নয়না মন্ডল, মিতা মন্ডল

সহ যুবচক্র ক্লাব ও কালীমাতা নাটমন্দির উন্নয়ন সমিতির সকল সদস্য- সদস্যা বৃন্দ। তাঁদের অদম্য ইচ্ছাশক্তি ও নিষ্ঠাই এই আয়োজনকে এনে দিয়েছে পূর্ণ সাফল্য।

বহু গণ্যমান্য ব্যক্তিত্বের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
মেরাথন দৌড়ের যাত্রা শুরু হয় খেয়াদহ হাইস্কুল প্রাঙ্গণ থেকে, যা শেষ হয় যুবচক্র ক্লাব প্রাঙ্গণে।

এই দৌড়ে অংশ নেয় ৩০০ জনেরও বেশি প্রতিযোগী, যারা শৃঙ্খলা, নিয়ম-নিষ্ঠা ও খেলোয়াড়সুলভ মানসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

এই ক্রীড়া আয়োজন শুধু খেলাই নয়, ছিল এক শক্তিশালী সামাজিক বার্তা—
প্লাস্টিকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার




উপস্থিত সম্মানিত অতিথিদের উত্তরীয়, ব্যাজ ও পুষ্পস্তবক দিয়ে আন্তরিকভাবে বরণ করা হয়।
খেলা শেষে সকল অংশগ্রহণকারী ও বিজয়ী প্রতিযোগীদের হাতে সার্টিফিকেট, ব্যাট, স্মারক মোমেন্টো ও নগদ পুরস্কার তুলে দেওয়া হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে।
https://youtu.be/bZZhh1NXGw8
এমন সুন্দর, সুসংগঠিত ও সামাজিক দায়বদ্ধ উদ্যোগে খুশিতে ভরে ওঠে গোয়ালবাটীর সর্বস্তরের মানুষ। সকলেই একবাক্যে স্বীকার করেন—এই ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলা, সচেতনতা ও মানবিক মূল্যবোধের পথে এগিয়ে নিয়ে যাবে।
https://youtu.be/bZZhh1NXGw8
🌟 কালিমাতা নাটমন্দির উন্নয়ন সমিতির এই উদ্যোগ ও গোয়ালবাটী যুবচক্র ক্লাব নিঃসন্দেহে গোয়ালবাটীর ক্রীড়া ও সামাজিক ইতিহাসে এক স্বর্ণাক্ষরে লেখা অধ্যায়। 🌟
