চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি- সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উদযাপন করা হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের আয়োজনে র্যালি হয়। পরে ডকুমেন্টরি প্রদর্শন, পুস্তক পর্যালোচনা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কেন্দ্রীয় গ্রন্থাগারে দেয়ালিকা “চেতনা” উদ্বোধন করেন প্রফেসর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাষ্টিজর সদস্য ডাঃ মোঃ জুলফিকার আলী, সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হোসেন রেজা, বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. আহসানউল্লাহ হাবিব, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোস্তফা মাহমুদ হাসান, ঢাবির আইএসএলএম প্রফেসর ড. মুহাম্মদ মেসবাহ্-উল-ইসলাম, লাইব্রেরী অ্যান্ড ইনফর্মেশন সায়েন্স বিভাগের লাইব্রেরি ইনচার্জ ও সহকারি অধ্যাপক রোজিফা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।