প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৪:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৪, ২০২১, ২:৪৫ পূর্বাহ্ণ
খানপুর ৩শ’ শয্যা হাসপাতাল নারায়ণগঞ্জ জেলা বাসীর করোনা ভাইরাস চিকিৎসার একমাএ ভরসা-ডাক্তার, নার্স, ব্রাদার রুগীর সেবা দিয়ে যাচ্ছেন।
নগর সংবাদ।। দেশে (কোভিড১৯)করোনাভাইরাস ধরা পড়ে, এরপরেই বাংলাদেশ সরকার দেশের মানুষকে করোনা মোকাবেলায় সচেতনতায় বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। করোনা আক্রান্ত রোগীদের সুচিকিৎসার বন্ধে বস্ত করেন। তেমনই নারায়ণগঞ্জে করোনা মোকাবেলায় রুগীদের চিকিৎসা ব্যবস্থা করেন নারায়ণগঞ্জ সদর থানাধীন খানপুর ৩শ'শয্যা বিশিষ্ট হাসপাতাল। বর্তমানে নারায়ণগঞ্জ জেলায় করোনাভাইরাস আক্রান্ত রুগীদের সুচিকিৎসা করে যাচ্ছেন। বর্তমানে খানপুর হাসপাতালে -জেনারেল বেডে -৮০/৮৫জন রুগী ভর্তি অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।আই সি ইউ তে সব সময় ১০জন করোনা রুগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া করোনা টেস্ট করছেন প্রতিদিন -৫০০/৫৫০জন, সরকার করোনা ভ্যাকসিন (টিকা)নিচ্ছেন প্রায়গড়ে, ৮০০/১০০০জন সাধারন মানুষ।
এছাড়া রুগীদের জন্য ২৪ঘন্টা জরুরী বিভাগে সেবা প্রদান করছেন।ডাক্তার, নার্স, ব্রাদার গন, সরেজমিনে দেখা যায়,করোনা আক্রান্ত রুগী ২৪ঘন্টা সেবা নিচ্ছেন খানপুর হাসপাতাল থেকে। ডাক্তার গন নিজেদের জীবনের মায়া ত্যাগ করে করোনা ভাইরাস আক্রান্ত রুগীর সেবা করে যাচ্ছেন। খানপুর হাসপাতালের সুপার ডা.মোঃ আবুল বাসার দায়িত্ব নেওয়ার পর হাসপাতালের চিকিৎসার ব্যবস্থা বহু গুনে উন্নতি হয়েছে। এছাড়া হাসপাতালের চিকিৎসক ধনী গরীর মানুষের প্রানের ডাক্তার অমাইক ব্যবহারের অধিকারী ডা.আব্দুল মালেক। তিনি সর্ব সময় রুগীর সেবা দিয়ে যাচ্ছেন। করোনা ভাইরাস আক্রান্ত
রুগীদের সেবা দিতে গিয়ে ডা.আব্দুল মালেক করোনা ভাইরাস আক্রান্ত হয়ে করোনা যুদ্ধে বিজয়ী হন। কিছু কুচক্তি মহল হাসপাতালকে নিয়ে মনগড়া সংবাদ পরিবেশন করেন। আমাদের মনে রাখা উচিত চিকিৎসা সেবার স্থান হাসপাতাল নিয়ে ডাক্তার, নার্স, ব্রাদার দের উৎসাহ দিয়ে সহযোগিতা করা উচিৎ। তাহলেই রুগীরা ভাল সেবা পাবে। ডা.গন মন থেকে চিন্তা করবেন কি করে চিকিৎসার মান উন্নত করা যায়।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.