মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
মাদককে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি’ এই স্লোগান সামনে রেখে দিনাজপুরের খানসামায় প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে। আজ শনিবার বিকেলে খানসামা ডিগ্রি কলেজ মাঠে খানসামা মৃধাপাড়া নিউ টাইগার ক্লাব এই আয়োজন করে।উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতীয় সংগীত ও কবুতর উড়িয়ে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন। খেলায় ফুটবলপ্রেমী দর্শকের উপচে ভিড় ছিল।প্রীতি ফুটবল ম্যাচে রানীশংকৈল ফুটবল একাডেমি ঠাকুরগাঁওকে ৩ গোলে পরাজিত করে বোদা ফুটবল একাডেমি পঞ্চগড় বিজয়ী হয়েছে। অংশগ্রহণকারী দুই দলেই জাতীয় নারী ফুটবল দলের বেশ কয়েকজন খেলোয়াড় অংশ নেন।উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ব্যবসায়ী এরশাদ জামানের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, খানসামা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম প্রমুখ।