খানসামায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ
মোঃ মাসুদ রানা ,স্টাফ রিপোর্টার
দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৫- ২০২৬ অর্থ বছরে খরিফ-২, মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহয়তা প্রনোদনা কর্মসুচূির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে। উপজেলা কৃষি অফিসে কৃষকদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ ইয়াসমিন আক্তার তিনি তার বক্তব্যে বলেন, কৃষকদের জন্য এ ধরনের প্রণোদনা কর্মসূচি এক ধরনের আশীর্বাদস্বরূপ। কৃষকেরা যদি আধুনিক কৃষি প্রযুক্তি ও উপকরণের সাথে পরিচিত হয়ে উৎপাদন বাড়াতে পারেন তবে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। তিনি আরও যোগ করেন, খানসামা উপজেলায় জমি উর্বর হলেও ক্ষুদ্র কৃষকদের অনেক সময় মূলধন বা কৃষি উপকরণ কিনতে সমস্যা হয়। এই প্রণোদনা কর্মসূচি তাদের সেই সমস্যার একটি কার্যকর সমাধান এনে দিয়েছে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার, বলেন- আমাদের লক্ষ্য কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং তাদের পাশে দাঁড়ানো। এই প্রণোদনা কর্মসূচি সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উৎপাদন বৃদ্ধির জন্য আবাদি জমিকে তিন ফসলি জমিতে পরিনিত হয়েছে। দেশে খাদ্য উৎপাদনে দেশের উন্নয়নে ও বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছেন। এরই অংশ হিসেবে আজকে প্রান্তিক ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এবং ভবিষ্যতে এধরণের কর্মসূচী গ্রহণ করা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা,রতন কুমার ঘোষ,কৃষি সম্প্রসারণ অফিসার জনাব নসিব আহম্মেদ খান,কৃষি সম্প্রসারণ অফিসার মুক্তাদির। উল্লেখ যে প্রতিজন কৃষক ১ বিঘা জমিতে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এম ওপি সার, মোট উপজেলায় ৫০ জন কৃষকের মাঝে এই প্রনোদনা বিতরণ করা হয়েছে। কৃষকরা জানান,বিনামূল্যে এ সহায়তা আমাদের জন্য একটা বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। এতে খরচ কমবে,লাভবান হওয়ার যাবে। এই কার্যক্রমের ফলে কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন এবং তাদের উৎপাদন খরচ কমে আসছে, যা সামগ্রিকভাবে কৃষি অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করছে।