মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।।
উৎসবমুখর পরিবেশে খানসামা উপজেলার টঙ্গুয়া বাজারে অবস্থিত ব্রাইট ফিউচার রেসিডেন্সিয়াল স্কুলে মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ব্রাইট ফিউচার রেসিডেন্সিয়াল স্কুলে সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়ে বেলা ১টায় শেষ হয়। আগত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলী এই মেধা মূল্যায়ন পরীক্ষার আয়োজনকে সাধুবাদ জানিয়ে সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাধারার বিকাশ সাধনে এমন কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা করবেন বলে জানান।
এ সময় পরীক্ষা পরিদর্শনে আসেন মোঃ রিয়াজুল ইসলাম বাবুল, চেয়ারম্যান ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন।পরিদর্শন শেষে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও পরিচর্যা করতে পারলে তারা শুধু দেশ নয় আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। স্কুলটির পরিচালক মোঃ সফিকুল ইসলাম বলেন শিক্ষার্থীরা পড়বে, মুখস্ত করবে এবং পরীক্ষা দেবে। উত্তরপত্রে যা লিখবে, তা দিয়েই মূল্যায়ন করা হবে। দেশের শিক্ষাব্যবস্থার দীর্ঘদিনের চিত্র এটি, তারই ধারাবাহিকতায় আমরা এই মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি।