প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৪:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২১, ৭:২৬ অপরাহ্ণ
খুলনায় র্যাবের অভিযানে বিদেশি মদসহ গ্রেফতার ১
নগর সংবাদ।।প্রতিবেদক অয়ন সরকার খুলনা খুলনায় র্যাবের অভিযানে বিদেশি মদসহ গ্রেফতার ১ র্যসব-৬ খুলনার (সদর কোম্পানী) অভিযানে বিদেশি মদসহ আবুল হোসেন শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার(১৬ জুলাই) সকালে খুলনা সদর থানার টুটপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ খুলনা সূত্রে জানা গেছে, র্যাব'র একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানার পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয় এলাকার মওলাবাড়ি খালপাড় ইসলাম মঞ্জিল নামক বাড়ির সামনে কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এরূপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে মাদক ব্যবসায়ী টুটপাড়া এলাকার আবুল হোসেন শেখ (৩৫) গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির কাছ থেকে ৬ বোতল বিদেশি মদ ও ৪টি মোবাইল সিমকার্ড, ১টি মেমোরি কার্ডসহ ২টি মোবাইল ফোন সেট জব্দ করা হয় । গ্রেফতারকৃত আসামিকে খুলনা সদর থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.