প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৪:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২১, ৭:৩৭ অপরাহ্ণ
খুলনা টু ঢাকা ব্যবসায়ী ভ্যাটে বাজার দর বৃদ্ধি।
নগর সংবাদ।।প্রতিবেদক অয়ন সরকার খুলনা, খুলনা টু ঢাকা ব্যবসায়ী ভ্যাটে বাজার দর বৃদ্ধি। খুলনা থেকে ঢাকা আসতে ১৯ জায়গায় চাঁদা দিতে হয় ট্রাক ড্রাইভারদের।কথা হয় মাঝে মধ্যে তরকারি আনতে আড়তদারের সাথে। তখন সামনে দেখােলো ভ্যাট ও চাঁদার স্থান ১০-২০ জায়গার। মাছ,সব্জির বাজারে ছোট পিকাপের ধারণ করা ব্যবসা সম্প্রসারণ করে আড়ৎদারগন। কথা হয় শত শত ব্যবসা করতে আগ্রহী লোকজনের সাথে। এমনেইতো করোনা সময় মানবপ্রেমী পথে বের হতে পারেনা। ব্যবসা তো নাই, কি করবে তাহারা বলে কেঁদে দিল আলম। সাংবাদিকরা বলে এসব নিয়ে সংবাদ লিখে না। যাইহোক মুলত বাজারে ৫ টাকা কেজি দরে কেনা মাল ঢাকা আসতে আসতে ৭০ -৮০ টাকা হয়ে যায়। আসল কথা হলো ভ্যাট কম হলে বাজার দর কম হবে। গরীব বাংলাদেশকে বিদেশি জায়গায় মধ্যে আয়ের দেশে পরিনত হয়েছে, যার কারনে বিদেশি ক্ষয়রাত,দান, ব্যবসা সম্প্রসারণ করতে গার্মেন্টস কর্মীদের মাথা উঁচু করে দাড়াতে পারেছেনা। তেমনি দেখা দেয় হাহাকার,কম আয় ব্যয় বেশি আমাদের বাংলা মাটিতে। এখন সব জিনিসের ভ্যাট কম হলে গরীব কিংবা ব্যবসায়ীসহ ক্রেতার ভালো হতো প্রতিদিন বাংলাদেশ।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.