প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৪:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২১, ১২:০৬ পূর্বাহ্ণ
খুলনা ডুমুরিয়ায় প্রশাসনের বাঁঁধা টপকিয়ে শোলমারি গেটের খুটি উঠালো এক জনপ্রতিনিধি
নগর সংবাদ।।প্রতিবেদক অয়ন সরকার ,খুলনা ডুমুরিয়ায় প্রশাসনের বাঁঁধা টপকিয়ে শোলমারি গেটের খুটি উঠালো এক জনপ্রতিনিধি খুলনার ডুমুরিয়া উপজেলার ঝুঁকিপূর্ন শোলমারি গেটের উপর পাউবোর পুঁতা ভারিযান চলাচলের খুটি উটিয়ে ফেলেছে এক ভাটা ব্যবসায়ী। গতকাল শনিবার বিকালে স্থানীয় এক জনপ্রতিনিধির উপস্থিতিতে প্রশাসনকে ভুল তথ্য দিয়ে একাজ করা হয়েছে। বালি ও ইটের ট্রাক চলাচলের সুবিধার্থে একাজ করা হয়েছে।জানা যায়, শোলমারি ১০ ভেন্টের স্লুইস গেটটি দীর্ঘদিন নড়বড়ে হয়ে পড়েছে। যে কারনে পাউবো কর্তৃপক্ষ গত ১১ জুলাই গেটের উপর একটি ঢালাই খুটি পুঁতে দেয় ভারি ট্রাক চলাচল বন্ধের জন্যে। বিকল্প রাস্তা থাকা স্বর্তেও ইট ও বালি ব্যবসায়ীরা গেটের উপর দিয়ে চলাচল করতো। কিন্তু শনিবার বিকালে ভাটা ব্যবসায়ী গাজী তৌহিদ ও গুটুদিয়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান সকল বাঁধা উপেক্ষা করে ওই খুটি তুলে ফেলে দেয়েছে। এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান আবুল হাসান বলেন, আগে এ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি যেতে পারতো না। তাই খুটি উটিয়ে ফেলেছি। তিনি বলেন, কোন ধরনের বালি বা ইটের ভারি ট্রাক গেটের উপর দিয়ে চলতে দেয়া হবে না। এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম বলেন, ট্রাক চলে গেটের যদি কোন ক্ষতি হয় তার সকল দায়ভার ওই চেয়ারম্যানসহ যারা খুটি উটিয়ে ফেলেছে তাদের উপর বর্তাবে। এদিকে গেটের খুটি উঠানোর পর থেকে ভারি ট্রাক চলাচল শুরু করেছে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.