রবিবার ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৩:১৪
শিরোনামঃ
Logo ফিলিস্তিন, ভারত ও রোহিঙ্গা মুসলিমসহ বিশ্বের নিপীড়িত মুসলমানদের পক্ষে সংহতি জানিয়েছে দেশের সুন্নিপন্থি ইসলামী দল ও সংগঠন-দেশে অসংখ্য মাজারে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা সুস্পষ্টভাবে জুলুম ও অমানবিক। বক্তারা সতর্ক করেন, ভবিষ্যতে যদি কোনো মাজারে হামলা হয়, তাহলে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করা হবে,বক্তারা বলেন। Logo সিরাজগঞ্জ চৌহালীতে লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ Logo নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছররা গুলিতে দুই চোখের আলো হারানো মাহবুব আলম কে ছেড়ে গেলো-স্ত্রী বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে Logo কুমিল্লা নগরীতে ৩০০ কিশোরের প্রকাশ্যে ছেনি, রামদা ও চাপাতি দেশীয় অস্ত্র নিয়ে মহড়া -আতঙ্কিত নগরবাসী Logo চৌহালী উপজেলা পরিষদ ভাসমান একযুগ, একটি ইস্টিমেটেই গড়ে উঠবে আধুনিক নগরী  Logo আলোকিত মানুষ গড়ে তুলতে আর্দশ শিক্ষকদের ভূমিকা রাখতে হবে ” অধ্যক্ষ আমিরুজ্জামান “। Logo সুবর্ণচরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ অর্থ ও  মোবাইল ছিনতাই এর ঘটনায়  হামলাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন Logo সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেল; কারও রাজনীতি করার ক্ষমতা নেই;-ব্যারিস্টার রুমিন ফারহানা Logo নারায়নগন্জ বন্দরে আড়াই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ-২ জন গ্রেফতার Logo স্বামী বিবেকানন্দ বেদান্ত সোসাইটি ইন্ডিয়া আয়োজিত, দুইদিন ব্যাপী জাতীয় সেমিনার।

খেলাধুলার মাধ্যমেও পেশাগত জীবন গঠনের সুযোগ হয়-জেলা প্রশাসক

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৯, ২০২৩, ৯:০৫ অপরাহ্ণ
  • ১২৫ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

 

 

 

খেলাধুলার মাধ্যমেও পেশাগত জীবন গঠনের সুযোগ হয়-জেলা প্রশাসক

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান বলেছেন, দেশে ২০১০ সালের আগে প্রান্তিক পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক খেলাধুলার সুযোগ ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে সেই সুযোগটি করে দিয়েছেন।

যে কারণে প্রতিটি শিক্ষার্থী একজন সুস্থ মানুষ হয়ে গড়ে উঠতে পারবে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আজকে যারা এসব টুর্নামেন্ট পরিচালনা করছেন, তারাও খেলাধুলা করে নিজেদের একটি অবস্থান তৈরি করেছেন। খেলাধুলার মাধ্যমেও একজন মানুষ তার পেশাগত জীবন গঠন করতে পারেন।

ডিসি বলেন, একসময় ইউনিয়ন পর্যায়ে প্রমিলা ফুটবল বেশি আগাতে পারেনি। এখন এই টুর্নামেন্টের মাধ্যমে প্রাথমিক পর্যায় থেকে মেয়েরা ফুটবল খেলায় অনুপ্রাণিত হচ্ছে। তারা এখন ইউনিয়ন থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত খেলার সুযোগ পাচ্ছে। আশা করছি এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে আগামীতে দেশের জন্য বিশ্বখ্যাত প্রমিলা ফুটবল খেলোয়াড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, আমাদের সবার লক্ষ্য হচ্ছে নিশ্চিত জীবন গঠন করা। অনেক নামি দামি খেলোয়াড় আছেন যারা পড়াশুনা খুব বেশি করেননি। এরা সবাই খেলার পেছনে সময় দিয়েছেন। একটা পর্যায়ে যদি পড়ালেখা করে নিজেকে ভালো খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, সেখানেও পেশাগত জীবন গঠনের সুযোগ হয়।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম প্রমুখ।

যৌথ সঞ্চালনায় ছিলেন ফরিদগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম, গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহানারা বেগম ও আক্কাছ আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসমিন সুলাতানা সীমা।

জেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলের এই টুর্নামেন্টে ৮ উপজেলার ১৬টি দল অংশ নেবে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। পরে অতিথিরা অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell