বুধবার ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১২
শিরোনামঃ
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ২৪ ঘণ্টায় -গ্রেফতার ৫৩ । বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে, মনীষী স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবস পালন করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের ভীড় জমে উঠেছে কলকাতার বাবুঘাটে। জাতীয় নির্বাচন ডাকাতি যেন আর না হয় সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা-প্রফেসর মুহাম্মদ ইউনূস। সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা ২০২৬ ‘ শুভ উদ্বোধন-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়। দ্বিতীয় তম বর্ষে, উত্তর কলকাতা খাদি মেলা ২০২৬ র শুভ উদ্বোধন সোনারগাঁওয়ে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বি এন পি চেয়ারম্যান তারেক রহমান অচিরেই হচ্ছেন।

গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের ভীড় জমে উঠেছে কলকাতার বাবুঘাটে।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৪, ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ
  • ২ ০৯ বার দেখা হয়েছে

গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের ভীড় জমে উঠেছে কলকাতার বাবুঘাটে।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”””

১২ ই জানুয়ারি সোমবার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, গঙ্গাসাগর ও বাবুঘাটে আয়োজিত হয়েছে সাধু সন্ন্যাসী ও পূর্ণার্থীদের জন্য গঙ্গাসাগর মেলা, আগত পুর্নার্থী ও সাধু সন্ন্যাসীরা ভীড় জমিয়েছেন কলকাতার বাবুঘাটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলার শুভ সূচনা করেন। চলবে ১৭ই জানুয়ারি পর্যন্ত।

বিভিন্ন রাজ্য থেকে পুনার্থীরা একে একে এসে বাবুঘাটে উপস্থিত হচ্ছেন, আর কেউ কেউ বাবুঘাটে উপস্থিত হয়ে বিভিন্ন মন্দিরও পরিদর্শন করছেন এমনটাই চোখে পড়ে। উপস্থিত হয়েছেন প্রচুর নাগা সন্ন্যাসী থেকে শুরু করে দর্শনার্থীরা। আর এই সকল পূর্ণ আত্মীয় সাধু-সন্ততিদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন সমাজকর্মীরা, যাহাতে কোনরকম অসুবিধে না হয়।

এছাড়াও পুলিশ প্রশাসন, পরিবহন দপ্তর, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার, কেএম সি, হেলথ ডিপার্টমেন্ট শুরু করে অন্যান্য দপ্তর সহযোগিতা করছেন, তাতে কোনরকম গন্ডগোলের সৃষ্টি না হয় এবং কোনরকম দুর্ঘটনা না ঘটে, মাঝে মাঝেই দেখা যাচ্ছে কেএম সির কর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্তা ব্যক্তিরা,

মেলার চতুর্দিকে পরিদর্শন করছেন এমনকি কেএমসি কর্মীরা, ময়লা পড়ার সাথে সাথে তারা পরিষ্কার করার চেষ্টা করছেন, অন্যদিকে সমাজকর্মীরা পুণ্যার্থীদের জন্য বিভিন্ন রকম খাবারের আয়োজন করেছেন এবং সেগুলি পুণ্যার্থীদের হাতে তুলে দিতে দেখা যায়।। এক একটি সময় সেবি একেক রকম খাবারের আয়োজন করেছেন।

তাহার মধ্যে হাতে রুটি, ফল কচুরি,, বিস্কুট, জল, ভাত তো রকমেরই আয়োজন‌ রয়েছে। লাইন দিয়ে দর্শনার্থী ও পুনার্থীদের খেতে দেখা যায়।

প্রশাসনের তরফ থেকে দেখা যায় দর্শকদের নির্দিষ্ট জায়গা দিয়ে প্রবেশ করাতে, যাতে যান চলাচল কোনরকম ভাবে বিপর্যস্ত না হয়, রাস্তা যানজটের সৃষ্টি না হয়, অন্যদিকে পরিবহন দপ্তর কেউ দেখা যায় মাইকিং করে পূর্ণার্থীদের গাড়ির নম্বর , এবং কোন গাড়ি কখন ছাড়বে, কোথা থেকে ছাড়বে, কোন গাড়ির টিকিট কোথা থেকে পাওয়া যাবে সমস্ত কিছু ঘোষণা করতে।

 

সরকারের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে, এমনকি সরকারি গাড়িগুলি সারিবদ্ধ ভাবে মেলার পাশের রাস্তায় দাঁড় করিয়ে রাখতে। পূর্ণার্থীরা মাইকের ঘোষণা অনুযায়ী সেই গাড়িগুলিতে উঠতে, পুণ্যার্থীদের নিয়ে একটির পর একটি সরকারি গাড়ি গঙ্গাসাগরের দিকে রওনা হতে।

সব তীর্থ বার বার ,গঙ্গাসাগর একবার, তাই বিভিন্ন রাজ্য থেকে উন্নতিরা এসে ভিড় জমিয়েছেন, কপিল মুনির কাছে পুজো দিয়ে তাদের মনস্কামনা পূর্ণ করবেন, প্রায় কয়েক হাজার পুর্ণার্থী ও কয়েকশো গাড়ি বাবুঘাটে জমায়েত হয়েছে।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”””

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell